আপনার ছোট্ট একটি ভুলেই বারোটা বেজে যায় মোবাইলের ব্যাটারির! এই ভুলগুলি করছেন না তো?

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে আধুনিক হয়েছে প্রযুক্তি। মানুষের পাশাপাশি এখন আমাদের হাতেও স্মার্টফোন। কিন্তু স্মার্টফোনের জন্য আমাদের বিভিন্ন সময় সমস্যার মুখোমুখি হতে হয়। এই ফোনগুলি এতটা পরিমাণ ব্যাটারি কনজিউম করে তা বলার কথা নয়। আগে সাধারণ ফোনগুলিতে একবার চার্জ দিলে সারা সপ্তাহ চলে যেত। কিন্তু বর্তমান স্মার্টফোনগুলিতে আমাদের প্রত্যেক দিনই চার্জ দিতে হয়।

আর সেইসময় আমাদের অজান্তেই করা ছোট্ট কিছু ভুলের জন্য আমরা সর্বনাশ করে ফেলি স্মার্টফোনের ব্যাটারির। আমাদের কিছু ভুলের কারণে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিছু দিনের মধ্যেই কমে যায়। তখন আমরা দোষ চাপাই মোবাইল নির্মাণকারী সংস্থার উপর। কিন্তু কিছু নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে বহু বছর আপনার মোবাইলের ব্যাটারিও “স্মার্ট ” হয়ে থাকবে।

41903826060 3df37ea581 b

সারারাত চার্জ করবেন না: অনেকে রাত্রিবেলা ঘুমানোর আগে মোবাইল চার্জে বসান। কিন্তু এর কারনে আপনার ব্যাটারির আয়ু কমে যেতে পারে। ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও ফোন চার্জে কানেক্ট রাখলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে।

চার্জার ও কেবল: অনেকেই বাজার থেকে কেনা সস্তা চার্জার ও কেবল ব্যবহার করেন মোবাইল চার্জিং এর জন্য। এটি ক্ষতি করতে পারে ফোনের মাদারবোর্ডে। যদি আপনার ফোনের আসল চার্জার না থাকে তাহলে অন্য কোনও স্মার্টফোন সংস্থার চার্জার ব্যবহার করতে পারেন।

চার্জার খুলে ফেলুন প্লাগ থেকে: বর্তমানে বেশ কিছু ফোন আছে যা চার্জ হয়ে যাওয়ার পর নিজে থেকেই চার্জ নেওয়া বন্ধ করে দেয়। কিন্তু চার্জ হয়ে যাওয়ার পর ফোনের সাথে প্লাগ কানেক্ট থাকলে প্রতিনিয়ত ফোনে কারেন্ট আসতে থাকে। আপনার ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পর প্লাগ সর্বদা খুলে রাখবেন।

চার্জারের ক্ষমতা: বেশ কিছু ফোন আছে যারা ফাস্ট চার্জিং ফিচার প্রদান করে। তবে এই ধরনের চার্জার ফোনের ক্ষতি করে। আপনি যদি ফোনের ব্যাটারির দীর্ঘায়ু চান তাহলে কম পাওয়ারের চার্জার ব্যবহার করুন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর