রমজান মাসে রোগীদের জন্য বিরিয়ানি, হাসপাতালে থাকবে ওয়াই-ফাই! ঘোষণা রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ তেলেঙ্গানা সরকার (telangana government) রমজান মাসে ইচ্ছুক কোভিড-১৯ মুসলিম রোগীদের পৌষ্টিক ভোজন করানোর জন্য হাসপাতালকে নির্দেশ দিয়েছে। আধিকারিকরা এই তথ্য দিয়েছেন। আধিকারিকরা জানান, সরকার এই বিষয়ে হায়দ্রাবাদের গান্ধী হাসপাতালকে নির্দেশ দিয়েছে।

গান্ধী হাসপাতাল কোভিড-১৯ রোগীদের নোডাল কেন্দ্র। হাসপাতালে মুসলিম রোগীদের সূর্যাস্তের আগে আর সূর্যাস্তের পর পৌষ্টিক আর সন্তুলিত ভোজন দিতে বলা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, রমজান মাসে মুসলিমরা সাড়া দিনে জল পর্যন্ত গ্রহণ করে না। এই মাস তাদের জন্য খুব পবিত্র আর এই মাসে রোগীরা রোজা রাখার ইচ্ছে প্রকাশ করতে পারে।

একটি অস্থায়ী মেনু অনুযায়ী, রোজা রাখার সময় রোগীদের রমজানের মাসে সকাল ৩ঃ৩০ নাগাদ রুটি, চাল, ডাল আর সবজি দেওয়া হবে। এর সাথে সাথে বৈকল্পিক দিনে চিকেন আর মটন দেওয়া হবে। রোজা ভাঙার সময় তাদের টমেটোর চাটনি আর চিকেন ফ্রাই এর সাথে ভাত অথবা সবজির বিরিয়ানি দেওয়া হবে।

হিন্দুস্তান টাইমস এর একটি রিপোর্ট অনুযায়ী, রোগীদের বৈকল্পিক দিনে চিকেন বিরিয়ানি, সাদা চাল, সবজি, ডাল আর ডিম দেওয়া হবে। এক স্বাস্থ আধিকারিক জানান, ‘করোনার সাথে লড়াই করা মুসলিম রোগীদের শরীরে প্রোটিন আর কার্বোহাইড্রেডের মাত্রা বজায় রাখার জন্য এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য এই আহার দেওয়া হবে।”

হাসপাতালে কোভিড-১৯ এর অন্যান্য রোগীদেরও ভালো খাবার দেওয়া হবে। ওই খাবারের মধ্যে ইডলি, ব্রেড আর জ্যাম, ভাত সাম্ভার আর দই থাকবে। আমিষভোজীদের দিনে একবার ডিম আর চিকেন দেওয়া হবে। সমস্ত রোগীদের ড্রাই ফুড যেমন বাদাম, কাজু আর খেজুর দেওয়া হবে।

এছাড়াও রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর জন্য কমলা লেবু আর কলাও দেওয়া হবে। সমস্ত রোগীদের বোতলের মিনারেল ওয়াটার দেওয়া হবে। চায়ের সাথে দিনে দুবার বিস্কুটও দেওয়া হবে। স্বাস্থ মন্ত্রী জানান, সমস্ত রোগীদের পরিস্কার প্যাকেটে খাবার দেওয়া হবে। উনি বলেন,’আমরা রোগীদের ফ্রি ওয়াই-ফাই দিচ্ছি আর তাদের মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর