অনুস্কা নন, এই তরুণী কোহলির ঠোঁটে আঁকলেন মধুর চুম্বন! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২৩ এর শুরুটা দুর্দান্ত ভাবে করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু সাম্প্রতিক অতীতে তাকে একটু ছন্দহীন দেখাচ্ছে। যদিও সেটা তার জনপ্রিয়তার ওপর কোনওদিনই প্রভাব ফেলতে পারবে না। বয়স ক্রমশ বাড়তে থাকলেও এখনো তরুণী হৃদয়ের ঝড় তোলার পক্ষে যথেষ্ট বিরাট কোহলের হ্যান্ডসাম লুক। আর সেই জনপ্রিয়তা যেন ক্রমে ক্রমে আরও বেড়েই চলেছে।

বিরাট কোহলি এই মুহূর্তে ৩৫ বছর বয়সে এবং তার বিবাহের পর প্রায় ছয় বছর অতিক্রান্ত। তার একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও বিরাট কোহলির মহিলা ভক্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। এবার তেমন এক তরুণী বিরাট কোহলিকে প্রকাশ্যে ঠোঁটে চুম্বন করলেন এবং ভাইরাল হলো সেই ঘটনার ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে অবশ্য সেই তরুণী সত্যিকারের বিরাট কোহলিকে চুমু খাননি। তিনি বিরাট কোহলির মোমের মূর্তির ঠোঁটে চুম্বন করেছেন। দিল্লির বিখ্যাত মাদ‍্যাম ত‍্যুসো মিউজিয়ামে এই ঘটনাটি ঘটেছে। সেখানে আরও অনেক জনপ্রিয় তারকার মতো বিরাট কোহলিরও মোমের মূর্তি রয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায় ব্যাটিংয়ের ভঙ্গিতে দাঁড়ানো বিরাট কোহলির মূর্তির ঠোঁটে প্রথমে নিজের গাল ঠেকানো ওই তরুণী। তারপর আবেগপূর্ণ চুম্বন অঙ্কন করে দেন ওই মোমের মূর্তির ঠোঁটে। প্রকাশ্যে আসামাত্র ওই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিরাট কোহলি সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচ খেলতে ব্যস্ত। প্রথম টেস্টে তার পারফরম‍্যান্স একেবারেই ভাল ছিল না। ব্যাট হাতে ব্যর্থ হবার পাশাপাশি স্লিপে ক্যাচ ফেলেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি ভালো ব্যাটিং করতে করতে দুর্ভাগ্যবশত আউট হন। দ্বিতীয় ইনিংসেও সেই রকমই ভালো শুরু করে নিজের উইকেট খুঁইয়ে আসেন কোহলি।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর