আগামী কয়েকদিনে বাড়তে চলেছে শহরের তাপমাত্রা, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ গতকাল রাতে ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে ভেসে শহর কলকাতা। বিক্ষিপ্ত ভাবে হয়েছে শিলাবৃষ্টিও। যদিও আজ সকাল থেকেই আকাশ রৌদ্রকরোজ্জ্বল। তাপমাত্রা পৌঁছে 33 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই ভিজবে শহর কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ।

গতকাল শহর কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। তবে বাতাসে ছিল আদ্রতার পরিমাণও। তবে আজ সকাল থেকে কিছুটা ঠাণ্ডা অনুভূত হলেও, গরম বাড়ার আশ্বাস দিচ্ছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বেশ কিছু জায়াগায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather8

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের ফলে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড মিজোরাম, সিকিম, মণিপুর, অসম (Asam), পাঞ্জাব (Panjab), হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি (Delhi), উত্তরপ্রদেশ ও ত্রিপুরাতেও।
আবার জম্মু কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশ এ মঙ্গলবার এবং বুধবার রয়েছে তুষারপাতের সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার আবার দক্ষিণের মহারাষ্ট্র, গুজরাত, কেরল, ও কর্ণাটকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

করোনার কারণে ইতিমধ্যে দেশের 80 টি জেলায় জারি হয়েছে লকডাউন পরিস্থিতি। গুজব ছড়াচ্ছে যে তাপমাত্রা বাড়লে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। অতিরিক্ত তাপমাত্রা নাকি এই  ভাইরাস মারা যায়। যদিও এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন বিজ্ঞানী ও চিকিৎসক মহল তাদের মতে গরমে অভিযোজিত হতে পারে করোনা ভাইরাস।

সম্পর্কিত খবর