আবহাওয়ার খবর: বসন্তের প্রথম সপ্তাহেই হাঁসফাঁস করবে জনতা, জেনেনিন কি বললো আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যবাসী তারিয়ে তারিয়ে শীতের আমেজ উপভোগ করার পর ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসে অবশেষে বিদায় নিতে চলেছে শীত। আজ প্রায় ২ ডিগ্রী বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। আকাশ পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়। তবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সিকিমে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।

জানা যাচ্ছে, গত কয়েকদিনের মতই রাতে থাকবে হালকা শীত। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৩ ডিগ্রী এবং ১৫ ডিগ্রী সেলসিয়াস সাথে রয়েছে মেঘলা আকাশ। তবে বেলা বাড়ার সাথে সাথে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৯ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছে যাবে বলে আজকের আবহাওয়ার খবর এ জানিয়েছে আবহাওয়া দফতর।

   

উত্তর পাকিস্তান জম্মু-কাশ্মীরের উপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। মঙ্গল বুধবার নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।বুধবার পর্যন্ত ঘন কুয়াশা ওড়িশায়। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে আগামী ৪৮ ঘণ্টায় ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে।অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজধানীতে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সিকিমেও ৷

কলকাতার পাশাপাশি রাজধানী দিল্লীতে বেড়েছে তাপমাত্রা। বৃহস্পতিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা আট বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে। ইতিমধ্যেই দিল্লীতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি উপরে ছিল।

সম্পর্কিত খবর