পেঙ্গুইন দেখভালের জন্য জারী হল ১৫.২৬ কোটি টাকার টেন্ডার, হইচই গোটা রাজ্য জুড়ে

বাংলাহান্ট ডেস্কঃ কংগ্রেসের (Congress) পক্ষ থেকে বাইকুল্লা চিড়িয়াখানা (Bhaykhala Zoo) আগামী ৩ বছরে ৭ টি পেঙ্গুইনের (Penguins) দেখভালের জন্য প্রায় কোটি টাকার টেন্ডার জারি করা হয়েছে। আর এই কাজের পরবর্তীতে এই বিষয় নিয়ে শিবসেনা (Shiv Sena), বৃহন্নুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের সমালোচনা করেছে।

এই বিষয়ে বিএমসিতে (BMC) বিরোধী নেতা কংগ্রেসের রবি রাজা (Ravi Raja) জানিয়েছেন, ‘ইতিমধ্যেই ৩ বছরের চুক্তিতে পেঙ্গুইনের উপর ১০ কোটি টাকা খরচ করা হয়ে গিয়েছে। আর এই চুক্তি এই সেপ্টেম্বরেই শেষ হচ্ছে। আমার আপত্তি হচ্ছে, পেঙ্গুইনের দেখভালের জন্য কেন এত টাকা খরচ করা হচ্ছে?’

বিষয়টা হল, গত মাসের ১৩ ই আগস্ট বিএমসির পক্ষ থেকে আগামী ৩৬ মাস অর্থাৎ ৩ বছর পেঙ্গুইন দেখভালের জন্য ১৫.২৬ কোটি টাকার টেন্ডার জমা করা হয়ে গেছে। এক সাক্ষাৎকারে রবি রাজা দাবী করেছেন, ঠিকাদারদের লাভের জন্যই এই চুক্তি করছে মহারাষ্ট্র সরকার।

অন্যদিকে বিজেপি বিধায়ক নীতেশ রানে (Nitish Rane) এই বিষয়কে কটাক্ষ করে বলেন, যখন করোনা আবহে নিজেদের কাজে অবিরত নিযুক্ত কর্মীরা সঠিক সময়ে বেতন পাচ্ছে না, সেই সময় সরকার কিনা পেঙ্গুইন রক্ষণাবেক্ষণের জন্য ১৫ কোটিরও বেশি টাকা খরচ করছে!’

তবে এই বিষয়ে মুম্বাইয়ের মেয়র এবং শিবসেনা নেতা কিশোরী পেডনেকার (Kishori Pednekar)) জানিয়েছেন, ‘পেঙ্গুইনের থেকে রাজ্যে মোটা রাজস্ব আসে। গত ৩ বছরে পেঙ্গুইনের পেছনে যা খরচ হয়েছে, তার তুলনায় রাজ্য সরকারের কাছে অনেক বেশি পরিমাণ অর্থ রাজস্ব এসেছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর