“পরের সপ্তাহে, লন্ডনে, লেভার কাপেই ইতি টানছি”, টেনিস থেকে অবসরের ঘোষণা করে দিলেন কিংবদন্তি রজার ফেডেরার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টেনিসের জগতে একটা যুগের অবসান। এছাড়া আর কোন হবে হয়তো এই ঘটনাটিকে ব্যাখ্যা করা যায় না। দীর্ঘদিন চোট-আঘাত জনিত সমস্যার কারণে ভোগার পর অবশেষে ৪১ বছর বয়সে এসে আজ অবসরের কথা ঘোষণা করে দিলেন কিংবদন্তি টেনিস খেলোয়াড় এবং ২০ টি গ্র্যান্ড স্ল‍্যামের মালিক রজার ফেডেরার।

মাত্র ১৭ বছর বয়সে পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে যে যাত্রাটা তিনি শুরু করেছিলেন সেই যাত্রাটা তিনি শেষ করবেন আসন্ন লেভার কাপে। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে আসন্ন লিভার কপি হবে তার টেনিসের জগতে শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে মাঠে নামা। তিনি ভবিষ্যতে আরো টেনিস খেলবেন বলে জানিয়েছেন, কিন্তু এটিপি ট্যুর বা গ্র্যান্ড স্ল‍্যামে আর এই কিংবদন্তিকে দেখা যাবে না।

নিজের কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ন্যামটি ফেডেরার জিতেছিলেন ২০০৩ সালে। উইম্বলডন জিতে নিজের শিরোপা শিরোমনি হয়ে ওঠার এই যাত্রা ফেডেরার শুরু করেছিলেন এবং কেরিয়ারের শেষে এসে তার কাছে রয়েছে ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, একটি ফ্রেঞ্চ ওপেন, ৫ টি ইউএস ওপেন, এবং ৮টি উইম্বলডন খেতাব।

২০২১ সালে উইম্বলডন এর কোয়ার্টার ফাইনালে হারের পর তাকে দীর্ঘদিন করতে দেখা যায়নি। দীর্ঘদিন ধরে হাঁটুতে চোট কাবু করে রেখেছে তাকে। ২০১৯ সালে যেদিন লর্ডসের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দল নিজেদের প্রথম বিশ্বকাপ জিতেছিল সেদিন, ক্রিকেটপ্রেমীদের মন বিশ্বকাপ ফাইনালের পাশাপাশি পড়েছিল উইম্বল্ডনের সেন্টার কোর্টে। বিশ্বকাপের সেমিফাইনাল চলাকালীন উইম্বল্ডনের ফাইনালে লড়াই চলছিল নোভাক জোকোভিচ এবং রজার ফেডেরারের মধ্যে। অবশেষে জকোভিচের ফিটনেসের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও হার মানতে হয়েছিল রজারকে। সেই শেষবার কোনও গ্র্যান্ড স্ল্যাম জয়ের অত্যন্ত কাছে পৌঁছেছিলেন ফেডেরার।

আজ থেকে প্রায় এক সপ্তাহ পরে শুরু হতে চলা লিভার কাপে শেষ বারের জন্য কোর্টে দেখা যাবে ফেডেরারকে। ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতাটি। সেখানে নামার আগে এই দীর্ঘ ২৪ বছরের যাত্রায় তার পাশে থাকার জন্য নিজের স্ত্রীর মিরকাকে ধন্যবাদ জানিয়েছেন ফেডেরার। আরো জানিয়েছেন তার ক্যারিয়ারের এই চব্বিশটা বছর এখন তার মনে হচ্ছে যেন ২৪ ঘন্টার মতন। নিজের শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্টই স্মরণীয় করে রাখতে পারেন কিনা ফেডেরার তা জানতে এখন অধীর আগ্রহে অপেক্ষা টেনিস প্রেমীদের।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর