ভয়াবহ অগ্নিকান্ড ওড়িশার সিমলিপাল উদ্যানে, ১০ দিন ধরে দাউ দাউ করে জ্বলছে উদ্যান

বাংলাহান্ট ডেস্কঃ ভয়াবহ অগ্নিকান্ড চলল ওড়িশার উদ্যানে। ওড়িশার (odisha) সিমলিপাল জাতীয় উদ্যানে (Similipal National Park) প্রায় ১ সপ্তাহেরও বেশি দিন ধরে আগুন জ্বলছিল। এই ঘটনা পরিবেশবিদদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছিল।

শুক্রবার এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভাদেকর (Prakash Javadekar)। তবে এই অগ্নিকাণ্ডে এখনও অবধি কোনরকম প্রানহানির খবর পাওয়া যায়নি।

https://twitter.com/kissfoundation/status/1367076782269075462

কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসের পক্ষ থেকে এক ট্যুইট করে জানানো হয়েছে, ‘বিগত ১০ দিন হয়ে চলা এই অগ্নিকান্ডে কোন মানুষের ক্ষয় ক্ষতি হয়নি। তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বেশকিছু গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে। তার মধ্যে বেশকিছু ঔষধি গাছও ক্ষতিগ্রস্থ হয়েছে’।

সিমলিপাল জাতীয় উদ্যানের এই ঘটনায় বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি পরিস্থিতি পর্যালোচনা করে জানান, বেশি বড় গাছের কোন ক্ষতি হয়নি। ছোট কিছু গাছ এবং কিছু ঔষধি গাছের ক্ষতি হয়েছে।

https://twitter.com/kissfoundation/status/1367057311999533058

তবে সংরক্ষণবিদ ভ্যানোমিত্রা আচার্য জানিয়েছেন, কিছু সময় নিয়ে এটাকে প্রথমে পর্যবেক্ষণ করতে হবে। তারপরই বলা সম্ভব হবে, কি কি ক্ষতি হয়েছে। অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর