ভয়ানক খবর: বিগত ৬ দিনে অ্যান্টার্কটিকার তাপমাত্রা সর্বোচ্চ পৌঁছাল, বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা

বাংলাহান্ট ডেস্কঃ গ্লোবাল ওয়ার্মিং এর কারনে ক্রমেই পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে। পৃথিবীর দক্ষিণ মেরুতেও পড়েছে এই তাপমাত্রা বৃদ্ধির প্রভাব বলেই জানাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা। গার্ডিয়ান পত্রিকার খবর অনুযায়ী,  তাপমাত্রা  সর্বোচ্চ 18.3 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে, মাত্র এক সপ্তাহের মধ্যেই তাপমাত্রা 20.7 ডিগ্রি সেলসিয়াসের বেশী হয়ে যাবে দক্ষিণ মেরুর সিমুর দ্বীপে।

জানা যাচ্ছে, গত ৫০ বছরে এই অঞ্চলের তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি। এবার তা আরো বেড়ে যাবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এর কারন হিসাবে তারা এক নিনো কে দায়ী করছেন । এই ভাবে মেরু অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পেলে গলে যাবে সমস্ত হিমবাহ যার ফলে সমুদ্রের জলস্তর বাড়বে অনেকটাই।

Capture 25

সমুদ্রের জলস্তর বাড়ার সাথে সাথেই নিশ্চিহ্ন হবে অনেকগুলি দ্বীপ ও উপকূল বর্তী বহু শহর। তাই এই তাপমাত্রা বৃদ্ধিকে হালকা ভাবে নিতে রাজি নন বিজ্ঞানী মহল।

প্রসঙ্গত,কিছুদিন আগেই স্যাটেলাইট এর মাধ্যমে গবেষকরা দেখতে পেয়েছেন আন্টার্কটিকার বরফ গলতে শুরু করেছে। সেখানে তাপমাত্রা ১৯ ডিগ্রীর কাছাকাছি। যার অর্থ বাড়ছে গোটা পৃথিবীর তাপমাত্রা। তাপমাত্রার সাথেই পাল্লা দিয়ে গলছে দুই মেরুতে জমে থাকা বরফ। যার ফল স্বরূপ বাড়ছে জল স্তর। হিসেব অনুযায়ী জলস্তর বৃদ্ধি পাবে ১০ ফুট।

জলস্তর ১০ ফুট বেড়ে গেলে সমুদ্র উপকূলবর্তী দেশ গুলি তলিয়ে যাবে সমুদ্রের তলায়। রিপোর্টে জানা যাচ্ছে, আশঙ্কায় রয়েছে ৪৫ টি শহর। ভারতের যে চারটি শহর আশঙ্কায় রয়েছে সেগুলি হল কলকাতা, মুম্বাই, চেন্নাই ও সুরাত।

সম্পর্কিত খবর