ঈদের দিন জুম্মার নামাজের সময় মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ইমাম সহ ১২ জনের মৃত্যু

বাংলাহান্ট ডেস্কঃ আফগানিস্তানে রমজানের পবিত্র মাসেও জঙ্গিরা হিংসার পথ ছেড়ে বেরিয়ে আসতে পারছে না। উত্তর কাবুলে শুক্রবার জুম্মার নামাজের সময় একটি মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। কাবুল পুলিশের মুখপাত জানান, মসজিদের ইমাম মুফতি নইমন-এর ও এই বিস্ফোরণে প্রাণ গিয়েছে। এছাড়াও আরও ১৫ জন আহত হয়েছে।

মুখপাত্র জানান, নামাজ শুরু হতেই বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে ইমামকে নিশানা বানিয়েই এই হামলা হয়েছিল।

   

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়, যেখানে তিনটি লাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তালিবান আর আফগান সরকার খুশির ঈদের মধ্যে তিনদিনের সংঘর্ষ বিরাম ঘোষণা করার পর এই হামলা হয়। আফগানিস্তানে রমজান মাসে জঙ্গি হামলায় প্রায় ২৫০ জনের উপর মৃত্যু হয়েছে। তালিবান ঈদের কারণে যুদ্ধ বিরামের ঘোষণা করলেও হিংসা থামার নাম নিচ্ছে না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর