শ্রমিক স্পেশাল ট্রেনে মুর্শিদাবাদ ফিরেছিল জেএমবি জঙ্গি আব্দুল করিম, STF করল গ্রেফতার

বাংলাহান্ট ডেস্ক : মুর্শিদাবাদের(murshidabad) সামশেরগঞ্জের চাঁদনিদহ এলাকার বাসিন্দা আবদুল করিম আসলে জেএমবি-র (JMB) অন্যতম পাণ্ডা। অনেকদিন ধরে খোঁজার পর অবশেষে তাকে গ্রেফতার করেছে এসটিএফ। বৃহস্পতিবার রাতে ছোট মাসির বাড়ি থেকে আবদুল করিমকে গ্রেপ্তার করা হয়। কিন্তু বাড়ির লোকেরা দাবী করেছে আব্দুলকে ফাঁসানো হচ্ছে। সে এরকম কোনো কাজে জড়িত নয়। ছোটো থেকেই অভাব অনটন থাকার মধ্যেও সে অনেক কষ্টে পড়াশোনা শেষ করে ইটভাটায় কাজ করতো। এমনকি ট্রাক্টর চালাতো। নিজের দোকানে গ্রিল এর ব্যবসা করোতো কিন্তু লোকসান হওয়ার কারণে তা শেষ পর্যন্ত সফল হয়নি।

বিস্ফোরণের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে আব্দুল

বুদ্ধগয়া বিস্ফোরণে নাম জড়ানর পর থেকেই আবদুল পুলিশ থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই দীর্ঘদিন খোঁজ তল্লাশির পর এদিন তাকে গ্রেফতার করার হয়ে। জানা গেছে দীর্ঘ আড়াই বছর পর মুর্শিদাবাদের স মাসির বাড়িতে লুকিয়ে ছিলো আবদুল।

IMG 20200529 WA0049

দীর্ঘদিন লুকিয়ে ছিলো আব্দুল

পালিয়ে পালিয়ে এতদিন কর্নাটকে লুকিয়ে ছিলো আব্দুল কিন্তু করোনা পরিস্থিতিতে কোনোমতে তার মাসির বাড়িতে লুকিয়ে ছিলেন এই কয়েক মাস । এদিন তাকে গ্রেফতার করার পর তার কাছ থেকে বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ক ধুলিয়ান মডেলের সম্পূর্ণ তথ্য ও এর সঙ্গে জড়িতদের হদিশ পাওয়া মুশকিল কিন্তু তাও আব্দুলকে জিজ্ঞাসাবাদ করার হচ্ছে। কিন্তু বাড়িতে কেউই মানতে পারছে না আব্দুল একজন জেএমবি জঙ্গি।

সম্পর্কিত খবর