ধার্মিকস্থলে বিস্ফোরণ ঘটিয়ে দেশকে রক্তাক্ত করতে চেয়েছিল আতঙ্কবাদীরা, ষড়যন্ত্র ব্যর্থ করলেন এক জওয়ান

বাংলাহান্ট ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) অনন্তনাগ জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সহকারী কমান্ড্যান্ট এবং খজনী তহসিল এলাকার সরয়া তিওয়ারি গ্রামের লাল বিদ্যাণীধি ত্রিপাঠি একটি বড় সন্ত্রাসী ষড়যন্ত্রকে ব্যর্থ করেছেন । আর তাতে গোরক্ষপুরের মানও অনেকটা বেড়ে গিয়েছে। বুধবার বিদ্যানিধি, সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ-সহ চারজন বিশিষ্ট যশ-ই-মোহাম্মদ (জ্যাম) জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এছাড়াও, ২৪ কেজি গুলিও উদ্ধার করা হয়েছে।

সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য ছিল বারুদ একত্র করে আইডি তৈরি করে সেটাকে বিস্ফোরন ঘটানোর। কিন্তু তাদের পুরো পরিকল্পনাটি ভেস্তে দিল লাল বিদ্যানিধি ত্রিপাঠী। আতঙ্কবাদীদের উদ্দেশ্য ছিল সারায়া তিওয়ারি গ্রামে একটি উত্সবের সময় ঘটনাটি ঘটানোর। ঘটনায় পুরো গোরক্ষপুরবাসী লাল বিদ্যানিধির সাহসের প্রশংসা করেছেন। পাশাপাশি কমান্ড্যান্টও খুব খুশি। ৩ জুন সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে অপারেশনের পর সিআরপিএফের সহকারী কমান্ড্যান্ট পি কে বেহেরাও বলেছিলেন যে, লাল খুব সাহসী ছেলে। তাঁর কাজ আমাদের মুগ্ধ করেছে। এবং অনেক বড় ক্ষতির হাত থেকে বাচিয়েছে।

জানা গিয়েছে, সরশী তিওয়ারির গঙ্গাশরণ রাম ত্রিপাঠী বিচারক চাকরিতে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিহারের বিচারক হিসাবে অবসর নিয়েছেন। গঙ্গা শরণের দুই পুত্র দেশ সেবার পথ বেছে নিয়েছেন। বড় ছেলে দেবেশ সিআইএসএফের সহকারী কমান্ড্যান্ট। তিনি হায়দরাবাদে পোস্ট করেছেন। ছোট ছেলে বিদ্যাণীধি সর্বেশ ত্রিপাঠি সিআরপিএফ-এ আছেন। তাঁর পোস্টিং জম্মু কাশ্মীরের অনন্তনাগে। মা বিজয় লক্ষ্মী ত্রিপাঠি পুত্রদের এই চেতনায় গর্বিত।

সারিয়া তিওয়ারি গ্রামের বিদ্যারানীধি সর্বস্ব ত্রিপাঠি খাজানির দ্রৌপদী ইন্টার কলেজে মাধ্যমিক পড়াশোনা করেছিলেন, তখন এমটি বিশ্ববিদ্যালয় লখনউয়ের বিটেক ২০১৯ সালে, তিনি সিআরপিএফ সহকারী কমান্ড্যান্ট হিসাবে নির্বাচিত হন। বিদনিধি প্রথম প্রয়াসে সাফল্য অর্জন করে গোরক্ষপুরের মান বাড়িয়েছিল।

সম্পর্কিত খবর