৪০ বছর বয়সে এসেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করলেন এই তারকা ভারতীয় ক্রিকেটার।

তারকা খেলোয়াড়দের প্রায়ই বলতে শোনা যায় ফিটনেস এবং ফর্ম থাকলে যেকোনো বয়সেই খেলা যায়। ফিটনেস এবং ফর্মের কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা তাদের কাছে। সেই কারণেই 40 বছর বয়সী ভারতীয় স্পিনার হরভজন সিং দাবি করলেন যে আমি যদি আইপিএল খেলতে পারি তাহলে কেন বিশ্বকাপ খেলতে পারব না? অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করলেন হরভজন সিং।

   

হরভজন সিং বলেন, ‘এই মুহূর্তে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানরা খেলতে আসেন আইপিএলে। সেই কারণে হারভজন সিংয়ের দাবি আইপিএলে আমি যদি তাদের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করতে পারি তাহলে জাতীয় দলের হয়ে কেন করতে পারব না? ভাজ্জি বলেন আইপিএলে যারা খেলতে আসেন তারাই আবার জাতীয় দলের জার্সি গায়ে নিজের নিজের দেশের হয়ে খেলেন আমি যদি আইপিএলে তাদের বিরুদ্ধে ভালো বোলিং করে উইকেট নিতে পারি তাহলে জাতীয় দলে তাদের বিরুদ্ধে ভালো বোলিং করতে পারবো না কেন? আর হারভজন সিংয়ের এমন দাবির পরেই বেশ কয়েক জন ক্রিকেট বিশেষজ্ঞ দাবি করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে প্রস্তুত হরভজন সিং।

এছাড়াও হরভজন সিং বলেন যে নির্বাচকরা এখন তার দিকে নজর দেন না, তারা মনে করেন হরভজন সিংয়ের বয়স হয়ে গিয়েছে। উল্লেখ্য 2007 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং 2011 সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলে ছিলেন হারভজন সিং। 2016 সালের এশিয়া কাপে ভারতের দলের জার্সি গায়ে শেষবার টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ভাজ্জি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর