ভূমি পূজনের প্রাক্কালে হুমকি দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, করল বিতর্কিত মন্তব্য

বাংলাহান্ট ডেস্কঃ উৎসবের প্রাক্কালে ভূমি পূজার আনন্দ উৎসবকে পন্ড করতে মাঠে নামল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (All India Muslim Personal Law Board)। রাম মন্দিরের বিরুদ্ধে গিয়ে তারা বাবরি মসজিদের অস্তিত্বকেও প্রাধান্য দিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে।

রাম মন্দিরের ভূমি পূজন
৫ ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) অযোধ্যাতে রাম মন্দিরের (Ram temple) ভূমি পূজনে অংশ নেবেনে। গোটা ভারত সেই মাহেন্দ্রক্ষণের দিকে তাকিয়ে আছে। দীর্ঘ প্রায় ৫০০ বছরের লড়াইয়ের পর নির্মিত হতে চলেছে রাম মন্দির। আজকের এই দিনটিতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে গোটা দেশ।

https://twitter.com/AIMPLB_Official/status/1290666820089913344

এটিকে আবার আমরা মসজিদ করে নেব
নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করে তারা জানান, ‘এই স্থানে বাবরি মসজিদ ছিল এবং সর্বদা তাই থাকবে’। হাজিয়া সোফিয়া-এর উদাহরণ টেনে এনে তারা জানিয়েছে, ‘দুঃখিত হয়না ভাইয়েরা, কোনও পরিস্থিতি চিরকাল স্থায়ী থাকে না। আমরা এটিকে আবার আমাদের করে নেব’।

AIMPLB

টেনে আনল হাজিয়া সোফিয়ার উদাহরণ
দেড়শ বছরের পুরোনো বাইজান্টাইন আমলে নির্মিত এক ঐতিহাসিক জাদুঘর হাজিয়া সোফিয়াকে নিজেদের মসজিদ বলে দাবী করে সম্প্রতি সেটিকে মসজিদে রুপান্তরিত করে নিয়েছে মুসলিম সংগঠন। তাই তারা এবার হুমকি দিয়ে প্রায় ৫০০ বছর পূর্বের রাম মন্দিরের সংখ্যা জড়িয়ে থাকা বাবরি মসজিদের নাম বর্তমানে মুছে ফেললেও, তারা আবারও এই রাম মন্দিরকে নিজেদের মসজিদ বানিয়ে ফেলবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর