বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় ক্রিকেট দল।

এবারের অনূর্ধ্ব 19 এশিয়া কাপে প্রথম থেকেই নিজেদের দাপট দেখাচ্ছিল ভারতের অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। তার ফলেই এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো অনূর্ধ্ব 19 ভারতীয় ক্রিকেট দল। রুদ্ধশ্বাস ম্যাচে দুর্দান্ত জয় পেল ভারতের অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত বনাম বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশ ক্রিকেট টিমকে 5 রানে হারিয়ে এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারতীয় অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। এই জয়ে ভারতের নায়ক হলেন বাঁহাতি স্পিনার আনকোলেকর, তিনি এই ম্যাচে একাই নিয়েছেন পাঁচটি উইকেট।

শনিবার এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ভারত অধিনায়ক ধ্রুব জুরেল ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিন্তু শুরুতেই ভারতের ব্যাটিং বিপর্যয় শুরু হয়। এর ফলে ইনিংসের শুরুতেই বেশ চাপে পড়ে যায় ভারতের অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষ হয়ে যায় 34.2 ওভারে মাত্র 106 রান করে। ভারত অধিনায়ক ধ্রুব জুরেল 33 এবং করণ লাল 37 ছাড়া তেমন ভাবে আর কোনো ভারতীয় ব্যাটসম্যান বড় রান পায় নি। এছাড়াও শাশ্বত রাওয়াত করেন 19 রান। এছাড়া আর কোনো ভারতীয় ব্যাটসম্যান ফাইনাল ম্যাচে দুই অঙ্কের গন্ডি পর করতে পারে নি।

IMG 20190914 210133

এইদিন বাংলাদেশর হয়ে দুর্দান্ত বোলিং করেন শামিম হোসেন ও মৃত্যুজয় চৌধুরী। এইদিন শামীম মাত্র 8 রান দিয়েই তুলে নেন 3 টি উইকেট। অপরদিকে 18 রান দিয়ে 3 টি উইকেট নেন মৃত্যুজয় চৌধুরী।

আধুনিক ক্রিকেটে যেখানে প্রায় প্রতি ম্যাচেই আড়াইশোর বেশি রান হচ্ছে সেখানে এই 107 রানের টার্গেট খুবই সহজ মনে করা হচ্ছিল। অনেকেই মনে করেন যে এই ম্যাচে হাসতে খেলতে জিতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল এবং তারাই হবে এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন। কিন্তু না ভারতের দুর্দান্ত বোলিং অ্যাটাক এর কাছে খুব একটা সহজ হয়ে ওঠেনি বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং করা। কোনো মুহূর্তে বাংলাদেশি ব্যাটসম্যানদের দেখে বোঝা যায় নি যে তাদের টার্গেট এত সহজ।

ভারতের 107 রানের সহজ লক্ষ্যমাত্রা পূরণ করতে নেমে 101 রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন স্পিনার আনকোলেকর, তিনি একাই এই ম্যাচে মাত্র 28 রান দিয়ে পাঁচ পাঁচটি উইকেট তুলে নেন। অপরদিকে পেসার আকাশ সিংহ তিনটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করে দেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর