অনুব্রতর অ্যাকাউন্ট থাকা বেসরকারি ব্যাঙ্কে আগুন! কদিন আগে হানা দিয়েছিল CBI

বাংলাহান্ট ডেস্ক : বোলপুরে (Bolpur) শান্তিনিকেতন (Shantiniketan) রোডে বেসরকারি একটি ব্যাংকে ভয়ংকর আগুন। ঘটনাচক্রে গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) একাধিক অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকে। তথ্যের খোঁজে ওই ব্যাংকে দু’বার হানাও দিয়েছে সিবিআই। সিবিআই তদন্ত চলাকালীনই এই অগ্নিকাণ্ডে অনেকেই ষড়যন্ত্রের ছায়া দেখছেন। এটি একটি দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, তা তদন্ত করে দেখছে পুলিস।

জানা যাচ্ছে, বুধবার বেলা ১২টা নাগাদ বোলপুরের (Bolpur) ওই বেসরকারি ব্যাংকের ভিতরে হঠাৎই আগুন দেখতে পান এক গ্রাহক। কয়েক মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা। সৃষ্টি হয় চাঞ্চল্যের। আতঙ্কে ব্যাংক ছেড়ে বেরনোর জন্য হুড়োহুড়ি করতে শুরু করেন সকলে। ব্যাংক কর্মী এবং গ্রাহকরা ব্যাংক ছেড়ে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। কালো ধোঁয়ায় ঢেকেছে প্রায় গোটা এলাকাই।

জানা যাচ্ছে, বোলপুরের শান্তিনিকেতন রোডের ওই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। তাঁর মেয়ে সুকন্যা, বিদ্যুৎবরণ গায়েনেরও অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকে। অনুব্রতর বেশ কয়েকজন আত্মীয়র ওই ব্যাংকে ফিক্সড ডিপোজিটও রয়েছে বলে খবর। এই ব্যাংকে এখনও পর্যন্ত মোট চারবার সিবিআই আধিকারিকরা হানা দেন।

সিবিআই তল্লাশির মাঝেই ব্যাংকে অগ্নিকাণ্ড ঘটায় উঠছে একাধিক প্রশ্ন। এটি একটি দুর্ঘটনা নাকি গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলার জন্য বেসরকারি ব্যাংকে অগ্নিকাণ্ড, উঠছে সেই প্রশ্নও। তবে ব্যাংক কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি শুধুমাত্র জানান, এসি থেকে শর্ট সার্কিটের জেরে ব্যাংকে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন পুলিস আধিকারিকরা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর