জুলাই মাসে ভারতের শ্রীলঙ্কা সফরে সবুজ সংকেত দিয়ে দিল বিসিসিআই।

করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে বিশ্বজুড়ে সমস্ত খেলাধুলা বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে ক্রিকেট। দেশজুড়ে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে আইপিএল। এই মুহূর্তে দেশজুড়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মনে করা হচ্ছে এবারের আইপিএলের বল আর মার্চ পর্যন্ত গড়াবে না। তবে শেষ পর্যন্ত যদি আইপিএল না হয় তাহলে বিরাট অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন প্রায় চার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ইঙ্গিত দিয়ে রেখেছেন শেষ পর্যন্ত যদি আইপিএল না হয় তাহলে ক্রিকেটারদের বেতন কাটার পথে হাঁটতে হতে পারে বিসিসিআইকে।

   

এমন পরিস্থিতির শ্রীলংকা ক্রিকেট বোর্ডের তরফে ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দেওয়া হল জুলাই মাসে তিনটি একদিনের এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে সেই সিরিজ খেলবার জন্য প্রাথমিক পর্যায়ে ইতিবাচক উত্তর দিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং ক্রিকেটারদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে এই সিরিজ খেলতে আমাদের কোনো অসুবিধা নেই। তবে এই মুহূর্তে শ্রীলঙ্কা সিরিজের থেকেও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে গুরুত্বপূর্ণ যে কোন প্রকারে আইপিএল আয়োজন করা এবং বছরের শেষে অস্ট্রেলিয়া সফর।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর