বড় খবর: SBI উঠিয়ে নিল নূন্যতম ব্যালান্স রাখার নিয়ম, তুলতে পারবেন সমস্ত টাকা

বাংলাহান্ট ডেস্কঃ সুখবর দিল এসবিআই (State Bank Of India) , উঠে গেল মিনিমাম ব্যালেন্স (balance) নিয়ম, তোলা যাবে সব টাকা অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখতে হবে না। সব সেভিংস অ্যাকাউন্টই এখন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এতদিন কোন এলাকার শাখায় অ্যাকাউন্ট সেই অনুযায়ী মিনিমাম ব্যালেন্স রাখতে হত। এর ফলে উপকৃত হবে দেশের বৃহত্তম ব্যাঙ্কের ৪৪.৫১(44.51) কোটি গ্রাহক।

   

 

মাসে গড় মিনিমাম ব্যালেন্স কম হলে তার জন্য চার্জ কাটত এসবিআই। এখন থেকে সেটা আর থাকছে না। অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখতে হবে না। এর ফলে উপকৃত হবে দেশের বৃহত্তম ব্যাঙ্কের ৪৪.৫১(44.51) কোটি গ্রাহক।

এক ঝলকে দেখে নিন এতদিন এসবিআই শাখার এলাকা অনুসারে কী হারে মিনিমাম ব্যালেন্স রাখতে হত এসবিআই-এর সেভিংস অ্যাকাউন্টে।

মেট্রো শহর এবং শহরাঞ্চলের অ্যাকাউন্টে ন্যূনতম ৩০০০(3000) টাকা। শহরাঞ্চলের অ্যাকাউন্ট হলে ন্যূনতম ২০০০(2000) টাকা। গ্রামাঞ্চলের অ্যাকাউন্ট হলে ন্যূনতম ১০০০(1000) টাকা।

স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে মেট্রো এবং শহরাঞ্চলে ১০ (10) থেকে ১৫(15) টাকা পণ্য এবং পরিষেবা কর দিতে হত। উপশহরাঞ্চল অর্থাৎ সেমি আর্বান অঞ্চলে সাড়ে সাত টাকা থেকে ১২(12) টাকা চার্জ ও জিএসটি দিতে হত। গ্রামাঞ্চলে অর্থাৎ সেমি আর্বান অঞ্চলে ৫(5) টাকা থেকে ১০(10) টাকা চার্জ ও জিএসটি দিতে হত। এখন থেকে আর কোনও চার্জই দিতে হবে না। এদিনই সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়ে মধ্যবিত্তের উপরে চাপ তৈরি করেছে এসবিআই।

সম্পর্কিত খবর