আগামী ৭ ই মে থেকে শুরু হচ্ছে ভারতবাসীদের দেশে ফেরাবার সবথেকে বড় অভিযান

বাংলাহান্ট ডেস্কঃ বিদেশে আটকে পড়া ভারতীয়দের (Indian) ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর প্রধানমন্ত্রী। করোনা (COVID-19) সংক্রমণের মধ্যেই দেশবাসীর সুরক্ষার বিষয়কে গুরুত্ব দিয়ে সম্মতি দেওয়া হল দেশবাসীকে ফিরিয়ে আনার জন্য। এই প্রক্রিয়া আগামী ৭ মে থেকে শুরু করে দেওয়া হবে।

plane 2

করোনা আতঙ্কের মধ্যে বিদেশ থেকে ফেরত আনা হবে ভারতবাসীদের                                                            লকডাউনের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে সাহায্য করবে বিমান পরিষেবা এবং নৌবাহিনী। সেই কারণে মানব সঞ্চালন প্রোটোকল তৈরি করা হয়েছে। বিদেশমন্ত্রালয়ের দূতাবাস এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দেশে ফেরার জন্য উতসুক ব্যক্তিদের তালিকা প্রস্তুত করছে। তবে বিমান পরিষেবা গ্রহণের জন্য সকল যাত্রীকে নিজের খরচা বহন করতে হবে।

plane 22

নাগরিকদের দেশে ফেরাবার আগে করণীয় নিয়ম নিধি                                                                                    বিমান পরিষেবা গ্রহণের আগে সকল ব্যক্তির মেডিকেল স্ক্রীনিং করা হবে। শুধুমাত্র স্ক্রীনিং-এ উত্তির্ণ হওয়া ব্যক্তিরাই এই সুবিধা নিতে পারবেন। স্বাস্থ্য মন্ত্রালয় এবং নাগরিক উন্নয়ন মন্ত্রালয় থেকে জারী করা সকল রকম নিয়ম নিধি মেনে চলতে হবে। ফেরত আসা নাগরিকদের জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে বলা হয়েছে রাজ্য সরকারদের।

কবে থেকে শুরু হচ্ছে নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া?
৭ ই মে শুরু হওয়া এই পদক্ষেপের প্রথম পর্যায়ে খাড়ি দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হবে। প্রায় ৩৩ হাজারেরও বেশি ভারতীয় নাগরিকদের ফেরাবার বন্দোবস্ত করা হচ্ছে। দ্বিতীয় পদক্ষেপে, ব্রিটেন এবং আমেরিকায় আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। ২৫ শে মে থেকে দ্বিতীয় ক্ষেপে যাত্রী আনা যেতে পারে।

plane 333

দেশে ফেরত আসতে চাইছে বিরাট সংখ্যক নাগরিক
ব্রিটেন থেকে ভারতে ফিরে আসার জন্য প্রায় ৯ হাজার দেশবাসী নাম নথিভুক্ত করেছেন। যার মধ্যে বেশিরভাগই হলেন পড়ুয়া এবং পর্যটক। এছাড়াও জরুরী প্রয়োজনেও কিছু ব্যক্তি দেশে ফিরতে চাইছে। অপরদিকে প্রায় ২২ হাজার ভারতবাসী আমেরিকা থেকে ফেরত আসতে চাইছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর