বাড়ি ফেরার টানেই চুরি করেছিল বাইক, চোর নিজেই পার্সেল করে মালিককে ফেরাল বাইক

বাংলাহান্ট ডেস্কঃ বাড়ি ফেরার টান বড় টান। লকডাউনের মধ্যে গ্রামের বাড়ি যাবেন বলে মোটরবাইক চুরি করেছিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) এক চাওয়ালা। তবে সপ্তাহ দুয়েক পরে মোটরবাইকের আসল মালিককে পার্সেল করে মোটরবাইক ফিরিয়ে দিয়েছেন ওই ‘বাইক চোর’।

তামিলনাড়ুর কোয়েম্বাটোরে একটি চায়ের দোকানে কাজ করতেন ওই ব্যক্তি। লকডাউনে আটকে পড়েছিলেন। দীর্ঘদিন দেখা হয়নি স্ত্রী এবং ছোট্ট মেয়ের সঙ্গে। ক্রমশ লকডাউনের মেয়াদ বাড়তে থাকায় আর ধৈর্য রাখতে পারেননি ওই ব্যক্তি। নিজের মনকে না বোঝাতে পেরে ঠিক করেন যেভাবেই হোক গ্রামে পৌঁছতে হবে।

   

এর মধ্যেই তাঁর দোকানের সামনে একদিন মোটরবাইক রাখেন স্থানীয় এক যুবক সুরেশ কুমার। আর দেরি করেননি চায়ের দোকানের ওই কর্মচারী। পরিবারের সঙ্গে দেখা হওয়ার লোভ সামলাতে না পেরে সুরেশের বাইক নিয়েই চম্পট দেন তিনি। রওনা হন নিজের গ্রামের উদ্দেশে।

এই ঘটনার ১৫ দিন পর একটি পার্সেল ডেলিভারি কোম্পানি থেকে সুরেশের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁকে ওই কোম্পানির অফিসে আসতে বলা হয়। ডেলিভারি কোম্পানির অফিসে ঢুকতেই অবাক হয়ে যান সুরেশ। চোখের সামনে চুরি যাওয়া মোটরবাইক দেখে প্রথমটায় বিশ্বাসই করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত জানতে পারেন যে ১৪০০ টাকা ডেলিভারি চার্জ দিয়ে তাঁকে বাইক ফিরিয়ে দিয়েছেন খোদ ‘বাইক চোর’। সিসিটিভি ফুটেজ দেখে ততক্ষণে সুরেশ জানতে পেরেছিলেন যে চায়ের দোকানের কর্মচারীই তাঁর বাইক চুরি করেছিলেন।

সুরেশ জানিয়েছেন, তিনি আশা করেননি এত তাড়াতাড়ি নিজের বাইক ফেরত পাবেন। পরিচিত লোককে বাইক চুরি করতে দেখে বেজায় রাগ হয়েছিল তাঁর। তবে এখন সব ঠিক হয়ে যাওয়ায় খুবই খুশি সুরেশ কুমার (Suresh Kumar)।

সম্পর্কিত খবর