বাড়ি বাড়ি জল-শৌচালয়, এক কার্ডে বাস, ট্রেন, মেট্রো! নির্বাচনী ইস্তেহার বিজেপির

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই রয়েছে কলকাতা পুরভোট। তবে নির্বাচনের আগেই রয়েছে ইস্তেহার (Election Manifesto) প্রকাশ। আগামী ৮ ই ডিসেম্বর ইস্তেহার প্রকাশের আগেই, সূত্র মারফত জানতে পারা গেল বিজেপির (bjp) পরিকল্পনা। নির্বাচনে জয় আনতে পারলেই, বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে বিজেপির।

স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও স্বচ্ছতা থেকে শুরু করে, একাধিক প্রতিশ্রুতি রয়েছে এই নির্বাচনী ইস্তেহারে। যেখানে বলা হয়েছে, শহর কলকাতায় চালু করা হবে ইউনিফায়েড ট্রান্সপোর্ট কার্ড। এই কার্ড থাকলে, আর দাঁড়াতে হবে না কোন লাইনে। এক কার্ডেই সফর করা যাবে মেট্রো রেল, ট্রাম, বাস এবং লোকাল ট্রেনেও। লাগবে না আলাদা করে কোন টিকিট।

ssggss

বিভিন্ন সময়ে শহরে ব‍্যাপক অগ্নিকাণ্ডের জেরে গুরুত্বপূর্ণ বাজার, অফিস বিল্ডিং ক্ষতিগ্রস্থ হওয়ায় বারবার অগ্নিনির্বাপন ব্যবস্থা দিকে আঙ্গুল উঠেছে। ক্ষমতায় এলে, এই ব‍্যবস্থায় জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি। আবার শহরের পার্কিং লট নিয়ে নানারকম সমস্যা থাকায়, তার জন্য ১০ টি আলাদা জায়গায় এই ব‍্যবস্থা করার প্রতিশ্রুতিও রয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে।

বৃষ্টির সময় বড়ই দুর্ভোগ পোহাতে হয় কলকাতাবাসীদের। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় শহর কলকাতার একাধিক এলাকা। নির্বাচনে জয় আনতে পারলেই, ব্রিটিশ আমলের ড্রেনেজ ব্যবস্থায় আমূল বদল আনার পরিকল্পনা রয়েছে বিজেপির। সঙ্গে কলকাতা কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে মিউজিক স্কুল, স্পোর্টস সেন্টার করার পরিকল্পনাও রয়েছে গেরুয়া শিবিরের। এছাড়াও কেন্দ্রের AMRUT প্রকল্প এবং স্বচ্ছ ভারত মিশনের অধীনে ঘরে ঘরে জল এবং শৌচালয় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে বিজেপির। ‘কলকাতা জিতবে, জিতবে বিজেপি’ শীর্ষক ওই ইস্তেহারের নাম ‘আমার কলকাতা’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর