কাঁথিতে অভিষেকের সভায় বিজেপিতে ঝটকা! তৃণমূলে যোগ নন্দীগ্রামের নেতার

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার লড়াইয়ের ময়দানে নেমেছেন দুই দলের সেনাপতি! বাংলায় আজ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বনাম অভিষেক ব্যানার্জী( Abhishek Banerjee)! গত দুদিন থেকে যথেষ্ট উত্তাল বঙ্গ। অভিযোগ, পাল্টা-অভিযোগ, মন্তব্য, প্রশ্নবান, এমনকি বোমা বিস্ফোরণ! সমস্ত কিছুই ঘটে গেছে এই সভা যুগলকে কেন্দ্র করে। এবার কাঁথিতে (Kanthi ) বাংলার অভিষেকের সভার শুরু আগেই শাসক শিবিরে ধরল ভাঙন। আর ভাঙন ধরালো ঘাসফুল শিবির। নন্দীগ্রামের নেতা তথা বিজেপির কিষাণ সেলের সভাপতি সবুজ প্রধান (Sabuj Pradhan) এদিন অভিষেকের মঞ্চে যোগ দিলেন তৃণমূলে।

নন্দীগ্রামে বিজেপি শিবিরকে বড়সড় ধাক্কা দিয়ে আজকের সভায় কার্যত প্রথম গোল করে ফেললো শাসক দল । প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের হাত ধরে নন্দীগ্রামের একাধিক বিজেপি নেতা যোগ দিয়েছিলেন তৃণমূলে। এবার বিজেপি ছাড়লেন কিষাণ সেলের সভাপতি সবুজ প্রধান।

এ প্রসঙ্গে কুণালের বক্তব্য, তৃণমূল মুখপাত্র জানিয়েছেন,” অনেকেই যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে। দলের পুরনো কর্মীরা যেমন আছেন। তেমন অনেকেই বিজেপি ছেড়ে যোগ দেবেন।”

Abhishek Banerjee,BJP,Nandigram,TMC,The BJP Leader of Nandigram joined Trinamool,অভিষেক ব্যানার্জী,বিজেপি,নন্দীগ্রাম,তৃণমূল,তৃণমূলে যোগ দিলেন নন্দীগ্রামের বিজেপির নেতা

একে একে তৃণমূল কংগ্রেসের হাত ধরছেন বিজেপির অনেক নেতাই । এবার অভিষেকের সভার আগেই বড়োসড়ো ঝটকা খেলো শুভেন্দু অধিকারী সহ গোটা বিজেপি শিবির। বিজেপি ক্রমেই ভঙ্গুর হয়ে পড়ছে বাংলায়! এদিন এমন মন্তব্যও শোনা গেলো হেভিওয়েট তৃণমূল নেতাদের গলায়। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করেনি রাজ্য তবে তার আগেই দুই দলের এই সভাগুলি কেন্দ্র করে ক্রমশ্য উত্তাপ চড়ছে রাজনীতির পারদে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর