করোনার ভবিষ্যৎবানী আগেই করেছিল এই বালক, নেটপাড়ায় আলোচনা তুঙ্গে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান ১৮২ টি দেশে পাঁচ লক্ষেরও বেশি করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণ রেকর্ড হয়েছে। পৃথিবীর বহু দেশে চলছে লকডাউন। এই মুহুর্তে করোনার নিয়ে সামাজিক মাধ্যমে চলছে জোর জল্পনা। সামাজিক মাধ্যমে বর্তমানে আলোচিত বিষয়গুলির মধ্যে সবচেয়ে নজর কাড়ছে একটি ছেলের ভিডিও। জ্যোতিষশাস্ত্রে পারদর্শী ওই 14 বছরের যুবক এই ভাইরাসের ইঙ্গিত দিয়েছিল গত আগস্ট মাসে। যা নিয়ে ইতিমধ্যেই তুমুল আলোচনা শুরু হয়েছে

   

অভিজ্ঞ আনন্দ নামে ঐ বালক জানিয়েছিল কোনো এক মহামারিতে গোটা বিশ্ব বিপর্যস্ত হবে। সে আরও জানিয়েছিল রোগটি ২০১৯ সালের শেষে শুরু হয়ে ২০২০ সালে মহামারির আকার নেবে। তার বলা কথাগুলো সবই ফলে গিয়েছে ইতিমধ্যে।

তার সেই ভিডিও ফের একবার উঠে এসেছে সকলের সামনে। সে ভিডিওটিতে আরো বলেছিলো, সবথেকে বেশি ক্ষতি হবে চীনের।বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বিপুল ভাবে,বিমান পরিষেবা মুখ থুবড়ে পড়বে। আমাদের দেশেও এই রোগের প্রভাব পড়বে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভারতকে, তবে ধীরে ধীরে ভারত বেরিয়ে আসবে এই মারণ রোগ থেকে।

পাশাপাশি আরো জানিয়েছে যে ২৯ শে মার্চ থেকে ২ রা এপ্রিল পরিস্থিতি ভয়ংকর হবে। এবং এই রোগের প্রভাব ভারতেও পড়বে৷ সকলকে বাড়িতে থাকার অনুরোধ করেছে সে। পাশাপাশি তুলসী পাতা, কাঁচা হলুদ খাওয়ার নিদান দিয়েছে।

করোনা নিয়ে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে কোনো রকম জ্যোতিষ বা ধর্মীয় ওষুধকে এড়িয়ে চলুন। কোনো রকম গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। কেবলমাত্র who পরামর্শ মেনে চলুন।

সম্পর্কিত খবর