কাঁধে ছিল ঋণের বোঝা, পরিবারকে বীমার টাকা পাইয়ে দিতে ব্যাবসায়ী করালেন নিজের হত্যা

বাংলাহান্ট ডেস্কঃ বেশ কিছুদিন ধরে আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিল এক ব্যবসায়ী পরিবার। দেনার দায়ে ডুবে ছিল বনসাল পরিবার। তাই পরিবারকে মুক্তি দিতে নিজেকে খুন করাতে নিজেই লোক ভাড়া করেছিলেন ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে দিল্লীর (Delhi) আইপি এক্সটেনশন এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম গৌরব বনসাল (Gaurab Bansal) (৩৮)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গৌরববাবুর স্ত্রী শানু বনসাল পুলিশকে জানিয়েছেন, ৯ জুন রাতে নিজের দোকান থেকে বেরোনোর পর আর ফেরেননি গৌরব। অনেক খোঁজাখুঁজির পরও আমরা তাকে পাইনি। গভীর রাতে পরিবারের লোক নিখোঁজ ডায়েরি করেন। পরদিন সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, ৬ লক্ষ টাকা ঋণ ছিল তাঁর স্বামীর। এ ব্যাপারে তিনি খুব চিন্তিত ছিলেন। সেইসঙ্গে এও জানিয়েছেন, কিছুদিন আগে সাড়ে তিন লক্ষ টাকা ক্রেডিটকার্ড জালিয়াতিও হয়। go

মৃতদেহের কাছ থেকেই ব্যবসায়ীর মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। সেই কল রেকর্ড ঘেঁটে তদন্ত এগোয় পুলিশ। তাতে দেখা যায় এক নাবালককে এই কাজে নামিয়েছিলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছনোর পর তাঁকে চেনার জন্য ছবি পাঠিয়ে দেন। তারপর এই খুনের ঘটনা ঘটে।

ঘটনায় মনোজ কুমার যাদব, সুরজ এবং সুমিত কুমার নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নাবালককে আটক করা হয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে নিজেকে খুন করানোর জন্য ভাড়াটে খুনিদের কত টাকা দিয়েছিলেন ব্যবসায়ী। একইসঙ্গে পুলিশ এও বের করতে চাইছে বিমার কত টাকা তাঁর পরিবারের পাওয়ার কথা।

পুলিশের প্রাথমিক অনুমান, গৌরববাবুর বিমা করা ছিল। দেনার দায়ে ডোবার দরুন তিনি হয়তো ভেবেছিলেন নিজেকে শেষ করে ফেললে বিমার টাকা পেয়ে যাবেন এবং তার পরিবার সেই টাকা দিয়ে ধার শোধ করে নিজেরাও মুক্তি পাবেন। কিন্তু বিমার পরিমাণ কত তা এখনও জানা যায়নি। জেলা প্রশাসক বলেছেন যে, অভিযুক্ত ও পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

সম্পর্কিত খবর