লতা মঙ্গেশকরের গান গেয়েই যাবতীয় চর্চার কেন্দ্রে এই শিশু

বাংলাহান্ট ডেস্কঃ লতা মঙ্গেশকরের গান গেয়ে এর আগে ভাইরাল রয়েছিলেন রানাঘাটের অখ্যাত রানু মন্ডল। রানাঘাটের স্টেশন চত্বরে থাকা রানু মন্ডল লতা মঙ্গেশকরের গলায় গান গেয়ে সাড়া ফেলে দিয়েছিলেন এবার আবার লতা মঙ্গেশকরের গান গেয়েই যাবতীয় চর্চার কেন্দ্রে একটি ছোট্ট শিশু।

   

যদিও প্রথমবার এই কাজ করেনি সে, এর আগেও তার গানের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। তার গানের গলা হার মানাবে অনেক বড়দেরকেও। তাই এইবারেও তার থেকে ব্যতিক্রম কোনও ঘটনা ঘটেনি । একদিনে তার গান এর এই ভিডিও দেখে ফেলেছেন 4,127,925 জন নেটিজেন। মন্তব্য করেছেন ছয় হাজারের বেশী মানুষ, ৯৫ হাজার নেটিজেন শেয়ার করেছেন। ভিডিও টি শেয়ার করা হয়েছে প্রজ্ঞা মৃধা (pragya medha) নামের একটি ফেসবুক আকাউন্ট থেকে।

https://www.facebook.com/108370784028769/videos/659101948201208/

এর আগে অবিকল মান্না দে এর কন্ঠে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন এক প্রৌঢ়। বাজারে তিনি অবিকল মান্না দে এর কন্ঠে গাইছেন স্বর্ণ যুগের গান ‘ এ নদী এমন নদী’ । খালি গলায় এই গান রীতিমতো আন্দোলিত করেছে বাঙালি নস্টালজিয়াকে। মান্না দে এর এই গানটি অনেক বাঙালির হৃদয়ের খুব কাছে। স্মৃতি উস্কে দেওয়া এই গানেই মজেছিল নেট দুনিয়া।

১৯৭৯ সালের সেই জনপ্রিয় গানটি বাত বাত মে ছবির জন্য লতা মঙ্গেশকর গেয়েছেন ৷ এই ছবিতে অভিনয় করেছেন টিনা মুনিম, অমল পালেকর-সহ অন্যরা ৷ ছবিটি ভারতীয় চলচ্চিত্রের সোনালি দিনের ছবি ৷ স্মৃতি উস্কে দেওয়া এই গানেই ভাইরাল হয়েছে শিশুটি।

 

সম্পর্কিত খবর