মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হল সন্তান, সত্যি ঘটনা বলতে আসছেন রানি-অনির্বাণ

বাংলাহান্ট ডেস্ক : টলিউডে চলেছে তাঁর ম্যাজিক। আর এবার বলিউডে পাড়ি দিলেন এই অভিনেতা। জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জির (Rani Mukherjee) সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। অভিনেত্রীর আগামি ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে’ অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় টলিউড অভিনেতা অনির্বাণকে ভট্টাচার্যকে (Anirban Bhattacharya)। শেষ হয়েছে ছবির শুটিং। চলতি বছরের মার্চ মাসেই মুক্তি পাবে এই ছবি।

অনির্বাণ ভট্টাচার্যের বলিউড সফর নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটলো। দীর্ঘদিন পর অভিনয় জগতে কামব্যাক করছেন রানি মুখার্জি। আর তাঁর সাথেই দেখা গেল টলিউডের জনপ্রিয় এই অভিনেতাকে। ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই পড়ে গেল হইচই।

Rani Mukherjee-Anirban Bhattacharya

সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে’ ছবি। শহর কলকাতা ছেড়ে নরওয়েতে গিয়ে সংসার পাতেন চ্যাটার্জি পরিবার। এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে সুখেই দিন কাটছিল তাঁদের। কিন্তু হঠাৎ করেই ঘটে গেল বিপত্তি। মায়ের কোল খালি করে কেড়ে নেওয়া হলো দুই সন্তানকে। অভিযোগ, দেবিকা চ্যাটার্জী এবং তাঁর স্বামী নাকি ছেলেমেয়েদের মানুষ করতে অপারক।

Anirban-Rani

১ বা ২ নয় ১৮ বছর নিজের সন্তানদের থেকে দূরে থাকতে হলো দেবিকা চ্যাটার্জীকে। যদিও একটা সময় তিনি জানতে পারেন সবটাই আসলে একটা ব্যবসা। এরপরে গোটা দেশের বিরুদ্ধে একাই লড়াইয়ে নেমে যান দেবিকা। আদালতের দরজায় কড়া নাড়তেও পিছপা হননি তিনি। যদিও এত কিছুর পরেও কোনোভাবেই স্বামীর সমর্থন পেলে না দেবিকা। আদৌ কি তিনি ফিরে পাবেন দুই সন্তানকে? সে উত্তর মিলবে আগামী মাসের ১৭ তারিখ।

 

উল্লেখ্য, নিজের ৪৩ তম জন্মদিনের দিন ছবির কথা ঘোষণা করেছিলেন রানি মুখার্জি। ছবি পরিচালনা করছেন অসীমা ছিব্বর। প্রযোজনার দায়িত্ত্ব যুগ্মভাবে সামলাচ্ছে জি স্টুডিও এবং এনমে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। এই ছবির হাত ধরেই অভিনয়ে জগতে ২৫ বছর পার হবে অভিনেত্রীর। বাংলা ছবির হাত ধরে একটা সময় তিনি শুরু করেছিলেন অভিনয়। আজ তিনি কাঁপাচ্ছেন বলিউড।


Avatar
additiya

সম্পর্কিত খবর