দীপাবলিতে সাড়ে ৭ লক্ষ মাটির প্রদীপ দিয়ে সাজানো হবে অযোধ্যা নগরী, ঘোষণা যোগী আদিত্যনাথের

বাংলাহান্ট ডেস্কঃ ‘এই বছর দীপাবলিতে (diwali) সাড়ে ৭ লক্ষ মাটির প্রদীপ দিয়ে সাজানো হবে অযোধ্যা নগরী’- এমনটাই ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath)। শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সভায়, ১১ জন শিক্ষককে নিজের হাতে সম্মানিত করে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।

মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘এই বছর দীপাবলি উপলক্ষ্যে সাড়ে ৭ লক্ষ মাটির প্রদীপ তৈরি করা হয়েছে। এই প্রদীপ শুধুমাত্র প্রদীপ নয়, এটি রোজগারেরও পথ স্বরূপ। এর মাধ্যমে জীবিকা অর্জনের সুযোগ পান বহু মানুষ’।

1 86

প্রথমে প্রদীপ তৈরির জন্য কুমোরদের মাটির সমস্যা হত। কিন্তু তারপর উত্তরপ্রদেশ সরকার এক স্কীম চালু করেন, যার ফলে কুমোর এবং গ্রামবাসী সকলেই উপকৃত হয়। জল সংরক্ষণের জন্য বিনামূল্যে পুকুর সংস্করণের কাজ করায় সরকার। আর তার থেকে বেরিয়ে আসা মাটিও বিনামূল্যেই দেওয়া হয় কুমোরদের।

প্রসঙ্গত, অযোধ্যায় (ayodhya) রাম মন্দিরের কাজ শুরু হওয়ার পর এটা দ্বিতীয় দীপাবলি। তারউপর আবার উত্তরপ্রদেশে এই বছরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসনকালের ৫ বছর সময় শেষ হচ্ছে। তাই এই বছর এই দীপাবলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে যোগী সরকার। সেই কারণে এই বছর দীপাবলিতে নববধূর সাজে সাজিয়ে তোলার চিন্তা ভাবনা করা হয়েছে অযোধ্যাকে।

diya1 1534406011 1

কিছুদিন আগেই অযোধ্যার মেয়র হৃষীকেশ উপাধ্যায় জানিয়েছিলেন, ‘গত বছর করোনা আবহে ৫,৫১,০০০ প্রদীপ জ্বলানো হয়েছিল, যা রেকর্ড তৈরি করেছিল। আর এবছর সেই রেকর্ড ভেঙ্গে দিয়ে, দীপাবলিতে সাড়ে ৭ লক্ষ মাটির প্রদীপ দিয়ে সাজানো হবে অযোধ্যা নগরী’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর