লকডাউনে খাবার পৌঁছে দেবে COVA অ্যাপ

বাংলাহান্ট ডেস্কঃ এই মুহুর্তে গোটা বিশ্বে মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। করোনা মোকাবিলায় লকডাউন ভারতের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল গুলি। লকডাউনে মানুষকে যাতে বাড়ির বাইরে না বেরোতে হয় তার জন্য পন্য পরিষেবায় নতুন অ্যাপ আনল পাঞ্জাব সরকার। যার নাম দেওয়া হয়েছে COVA. এই অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য এবং মুদিগুলির অন-ডিমান্ড ডেলিভারি চালু করেছে পাঞ্জাব সরকার।

   

এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও সুনির্দিষ্টভাবে খাবার পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে পাঞ্জাব সরকার। পাশাপাশি করোনা প্রতিরোধের জন্য হওয়া লকডাউন এর জেরে বাজারে তৈরি হওয়া কালোবাজারি আটকানো সম্ভব এই অ্যাপের মধ্যে দিয়ে।

ইউপি এবং কেরল সরকার নাগরিকদের যে কোনও অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে খাদ্য, মুদি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য পরীক্ষা-নিরীক্ষা করছে। ইউ পি সরকার খাবার ডেলিভারি করার জন্য 10 হাজারেএ বেশি গাড়ি বরাদ্দ করেছে এবং আশ্বাস দিয়েছে যে, রাজ্যের ২৩ কোটি লোকের খাদ্য সরবরাহের জন্য পর্যাপ্ত তালিকা রয়েছে। পাশাপাশি ইউপি সরকার অনলাইন খাদ্য সরবরাহকেও উত্সাহ দিচ্ছে।

এর আগে করোনা সম্পর্কে তথ্য জানার জন্য আরো একটি অ্যাপ এনেছিলো পাঞ্জাব সরকার। নাম কোভা পাঞ্জাব (COVA Punjab)। করোনা ভাইরাস সম্পর্কে আমজনতার কৌতুহল মেটাতেই এই উদ্যোগ বলে জানাচ্ছে পাঞ্জাবের স্বাস্থ্য ও মানব কল্যাণ দপ্তর। অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে পারবেন আমজনতা।

 

সম্পর্কিত খবর