২৫০ ফুট খাদে পড়ে মৃত্যু ঘটল প্রাপ্তন ক্রিকেটারের; শোকের ছায়া ভারতীয় ক্রীড়ামহলে

বাংলা হান্ট ডেস্কঃ সময় পেলেই বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার নেশা ছিল তার। বিশেষ করে পাহাড়, পাহাড় যেন তার কাছে বাড়তি অক্সিজেন যোগাতে। তাই বারবার তিনি ছুটে যেতেন পাহাড়ের বুকে। সময় পেলেই তিনি বন্ধুদের সঙ্গে করে নিয়ে চলে যেতেন কোন এক পাহাড়ে। আর সেই ঘুরতে যাওয়ার নেশায় তার জীবনে ডেকে আনল গভীর অন্ধকার, কেড়ে নিল তার জীবন।

প্রাক্তন রঞ্জি ক্রিকেটার শিখর গাওলি পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিলেন, সেখানেই 250 ফুট উচ্চতা থেকে খাদে পড়ে মৃত্যু ঘটল মাত্র 45 বছর বয়সে। এই শিখর গাওলি মহারাষ্ট্র ক্রিকেট দলের হয়ে দুটি রঞ্জি ম্যাচ খেলেছিলেন। এছাড়াও এই মুহূর্তে তিনি মহারাষ্ট্র রঞ্জি দলের ফিটনেস ট্রেনার হিসেবে যুক্ত ছিলেন।

বন্ধুদের সঙ্গে মহারাষ্ট্রের নাসিকের লগাতপুরিতে পাহাড় ট্রেকিংয়ে গিয়েছিলেন শিখর এবং সেখানেই তার মৃত্যু ঘটে। তার বন্ধুরা জানিয়েছেন, ছোট থেকেই সেলফি তোলার নেশা ছিল তার। বিভিন্ন দুর্গম জায়গায় গিয়ে সেলফি তুলতেন তিনি। এবারও সেলফি তুলতে গিয়েই নিজের শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন এবং পড়ে যান 250 ফুট গভীর খাদে।

স্থানীয় থানা সূত্রে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছেন দুর্ঘটনার ফলে মৃত্যু ঘটেছে তার এবং দেহ ময়না তদন্তের পরেই তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে। শিখরের এই ভাবে দুর্ঘটনায় মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। শোকের ছায়া ভারতীয় ক্রিড়া মহলেও।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর