আজ আয়ারল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচে নামতে চলেছে ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার।

তিনি ভারতে থাকলে এতদিন ভারতের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলতেন কি না সেটা বলা এখন সম্ভব নয়। তবে তার ক্রিকেট ভবিষ্যৎ যে উজ্জ্বল ছিল সেটা পরিষ্কার। পাঞ্জাবের হয়ে অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17 খেলেছেন
মোহালির ছেলে সিমি সিং। মোহালি স্টেডিয়ামের একেবারে কাছেই তার বাড়ি কিন্তু বর্তমানে তিনি ভারত নয় বরং অন্য একটি দেশের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেন।

ছোট থেকেই মোহালি স্টেডিয়ামে প্র্যাকটিস করা সিমি সিং এখন খেলেন আয়ারল্যান্ডের জাতীয় দলের হয়ে। তিনি নিজেও মাঝে মাঝে দ্বন্দ্বে পড়ে যান তিনি কি ভাবে আয়ারল্যান্ডের হয়ে খেলছেন? কারণ আয়ারল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার জন্য তিনি ক্রিকেট খেলা শুরু করেননি। ইচ্ছা ছিল ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার কিন্তু এই মুহূর্তে তিনি আয়ারল্যান্ডের জাতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠেছেন।

আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে নামতে চলেছে আয়ারল্যান্ড। আর সেই ম্যাচেই খেলতে দেখা যাবে ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারকে। সিমি সিং জানিয়েছেন আমি পড়াশোনা করার জন্য আয়ারল্যান্ডে এসেছিলাম। তারপর নিজের খরচ চালানোর জন্য স্টোরে কাজ করার পাশাপাশি ক্রিকেট খেলা শুরু করি। তখন থেকে একের পর এক ধাপ পেরিয়ে অবশেষে 12 বছরের প্রচেষ্টায় আমি আয়ারল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছি। এখন আমি আয়ারল্যান্ডের জাতীয় দলের নিয়মিত সদস্য। নিজের খেলায় আরও উন্নতি করায় সিমি সিংয়ের এখন প্রধান লক্ষ্য।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর