বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ঘিরে অন্ধকারের কালো ছায়া, চরম বিপাকে ICC

বাংলাহান্ট ডেস্কঃ আগামী 2021 সালের জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে এই বছর অনেক ক্রিকেট দলের টেস্ট সিরিজ বাতিল হয়েছে। বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে। আর এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে বিপাকে পড়েছে আইসিসি।

আইসিসির ক্রিকেট সংক্রান্ত অপারেশনের প্রধান আধিকারিক জেফ অ্যালার্ডাইস জানিয়েছেন বাতিল হওয়া টেস্ট সিরিজ গুলির নতুন করে ক্রীড়া সূচি তৈরি হওয়ার পরেই এই সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবে আইসিসি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যত কার্যত অন্ধকারের মুখে।

IMG 20200728 210412

তিনি জানিয়েছেন বর্তমানে করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশের টেস্ট সিরিজ বাতিল হয়েছে। সেই টেস্ট সিরিজ গুলির পুনরায় ক্রীড়াসূচী কিভাবে তৈরি করা যায়, কিভাবে সময়সূচী মেনে সিরিজগুলি অনুষ্ঠিত করা সম্ভব হয়। এই ব্যাপারে আইসিসির সদস্য দেশগুলির সঙ্গে আমাদের আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন পরেই এই নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। লর্ডসের মাটিতে আগামী বছর জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই মনে করছেন সেটা হয়তো বাতিল করতে বাধ্য হবে আইসিসি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর