শুরু হল কাউন্টডাউন! সামনে এল ২০২৫-এর সবচেয়ে বড় ম্যাচের তারিখ, এখন থেকেই প্রস্তুত রোহিত-কোহলিরা

বাংলা হান্ট ডেস্ক: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের থার্ড এডিশনের ফাইনালের (WTC Final) সময়সূচি ঘোষণা করা হল। মঙ্গলবার ICC একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১১ থেকে ১৫ জুনের মধ্যে ঐতিহাসিক লর্ডসে WTC ফাইনাল সম্পন্ন হবে। এই ম্যাচের জন্য ICC ১৬ জুন রিজার্ভ ডে হিসেবে রেখেছে। ICC-র তরফে জিওফ অ্যালার্ডিস এক বিবৃতিতে বলেছেন, “ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ক্রিকেট ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে উঠেছে এবং আমরা ২০২৫ সিজনের তারিখ ঘোষণা করতে পেরে আনন্দিত।”

সামনে এল WTC ফাইনালের (WTC Final) তারিখ:

লড়াই হবে ঐতিহাসিক লর্ডসে: জানিয়ে রাখি, লর্ডসে প্রথমবারের মতো WTC ফাইনাল (WTC Final) আয়োজন করা হবে। এর আগে, সাউদাম্পটন (২০২১) এবং ওভালে (২০২৩) শেষ দু’টি ফাইনালের আয়োজন করা হয়েছিল। ভারত ওই দু’টি ফাইনাল ম্যাচের অংশ ছিল। যেখানে ২০২১ সালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয় ভারত। এদিকে, গত বছর ভারত পরাজিত হয় অস্ট্রেলিয়ার কাছে। যদিও র‍্যাঙ্কিংয়ের দিক থেকে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে তালিকায় শীর্ষে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।

   

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

ফাইনালের জন্য লড়াই অব্যাহত রয়েছে: উল্লেখ্য যে, WTC ফাইনালের (WTC Final) দৌড়ে নিজের অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যে, ভারত এই বছরের শেষের দিকে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ান দলের মুখোমুখি হবে। এদিকে, ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে নিউজিল্যান্ড (তৃতীয়), ইংল্যান্ড (চতুর্থ), দক্ষিণ আফ্রিকা (পঞ্চম), বাংলাদেশ (ষষ্ঠ) ও শ্রীলঙ্কা (সপ্তম)।

আরও পড়ুন: এই দেশে আগামী বছরেই বন্ধ হবে পেট্রোল ও ডিজেল গাড়ির বিক্রি! ভারতে হবে কবে? সামনে এল বড় তথ্য

তবে, বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে ০-২ ব্যবধানে হেরে বড় হতাশার মুখে পড়েছে পাকিস্তান। যার ফলে পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ সর্বনিম্ন অবস্থানে অর্থাৎ নবম স্থানে রয়েছে।

আরও পড়ুন: Jio-Airtel-Vi আর পাবেনা পাত্তা! এবার একইসাথে ৩ টি প্ল্যান সস্তা করল BSNL, খুশি গ্রাহকেরা

টিকিট করে ফেলুন বুক: জানিয়ে রাখি যে, ক্রিকেট প্রেমীরা তাঁদের সুবিধা অনুযায়ী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) টিকিট বুক করার সুযোগ পাচ্ছেন। এই প্রসঙ্গে জিওফ অ্যালার্ডিস আশা করছেন, বহু প্রতীক্ষিত এই ম্যাচের টিকিটের চাহিদা অনেকটাই বেশি হবে। তিনি বলেন, “এই ম্যাচটি সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীদের আকর্ষণ করে। তাই, টিকিটের চাহিদা বেশি থাকবে। সেজন্য আমি অনুরাগীদের বলব তাঁরা যাতে পরের বছর এই আলটিমেট টেস্ট দেখার সুযোগ পান তা নিশ্চিত করতে এখনই টিকিট বুক করে নিতে পারেন।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর