মৃতের সংখ্যা গোনা কঠিন হয়ে উঠছে আমেরিকায়, আনুমানিক মৃত ৪০ হাজার, আক্রান্ত প্রায় ৬ লক্ষ

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বে করোনায় (corona) মৃত্যু মিছিল অব্যাহত। সবচেয়ে ভয়াবহ অবস্থা আমেরিকার (America)। মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেল। বৃহস্পতিবার জন হপকিনস বিশ্ববিদ্যালয় এই পরিসংখ্যান জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্র্যাকারে জানানো হয়েছে, এ যাবৎ কোভিডে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৯৯০ জনের। মার্কিন মুলুকে করোনাভাইরাসে (corona virus) মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৬ লক্ষ চল্লিশ হাজার। প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ প্রথম দেখা গিয়েছিল চিনের উহানে। এই মারণ ভাইরাসে চিনে মৃত্যু হয়েছে ৩৩৪২ জনের। আমেরিকায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তার চারগুণ।

আমেরিকার পরেই করোনায় আক্রান্ত হয়েছে এর পর সবথেকে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ২১,৬৪৫ জন। তা ছাড়া স্পেনে ১৯ হাজার ও ফ্রান্সে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। জন হপকিনস বিশ্ববিদ্যালয়(Johns Hopkins University) জানিয়েছে, শুধু নিউইয়র্ক শহরেই ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যাও আমেরিকার অন্যান্য শহরের তুলনায় বহুগুণে বেশি।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ( Donald Trump) কথায়, ভাইরাসের সংক্রমণের এর থেকে বেশি হারে আর আমেরিকায় বাড়বে না। এবার কমার আশা রয়েছে। এমনকি দেশে অর্থনৈতিক কার্যকলাপ শুরু করার ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। তবে নিউইয়র্কের গর্ভনর এদিন জানিয়েছেন, সেখানে শাটডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। তা ১৫ মে পর্যন্ত চলবে।

সম্পর্কিত খবর