সুখবর: ভক্তদের জন্য কবে খোলা হবে রাম মন্দিরের দরজা, জানালো কর্তৃপক্ষ

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে গত বছর ঠিক এই দিনেই ভূমি পূজন সম্পন্ন হয়েছিল অযোধ্যার রাম মন্দিরের (Ram Temple)। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। ৪০ কেজি রূপোর ইট দিয়ে করা হয়েছিল মন্দিরের শিলান্যাস। সেই থেকেই চলছে মন্দিরের নির্মান কাজ।

জানা গিয়েছে, ২০২৫ সালে সম্পূর্ণ রূপে নির্মান কার্য সম্পন্ন হবে রাম মন্দিরের। ইস্পাত ও ইঁটের পরিবর্তে, তিন তলা বিশিষ্ট এই মন্দির নির্মানে ব্যবহার করা হচ্ছে রাজস্থানী মার্বেল ও পাথর। ২০১৯ সালের অযোধ্যা মামলার রায় ঘোষণার পর রাম মন্দিরের নির্মাণের জন্যই সেই বিতর্কিত জমি হস্তান্তর করেছিল সুপ্রিম কোর্ট। তারপরই সেই ভূমির উপর মন্দির নির্মানের কাজ শুরু করা হয়।

বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা নিজেদের সাধ্য মত অর্থ দান করেছেন এই রাম মন্দির নির্মান ট্রাস্টে। ২০২৫ সালে মন্দির নির্মানের কাজ শেষ হওয়ার কথা থাকলেও, ভক্তদের জন্য এক সুখবর দিল রাম মন্দির ট্রাস্ট কমিটি। ২০২৩ সালের ডিসেম্বরেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা। আর বেশিদিন অপেক্ষা করতে হবে না ভক্তদের।

প্রসঙ্গত, ২০২৪ সালের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। একুশের বিধানসভা নির্বাচনের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে তুলে ধরছে রাজনৈতিক মহলের একাংশ। সেইমত সরকার বিরোধীদের একজোট করতে উঠে পড়েও লেগেছে সবুজ শিবির।

তারউপর ২০২২ সালে বিধানসভা নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশে। সবদিক থেকে গুরুত্ব বিচার করেই ধারণা করা হচ্ছে, লোকসভা নির্বাচনে ভালো ফল কারার আশায়ই, সম্পূর্ণ কাজ শেষ হওয়ার আগেই মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হবে ভক্তদের উদ্দেশ্যে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর