মধ্যরাতে আচমকাই চলতে শুরু করল চালকবিহীন বাইক! শীতের রাতেও ঘাম ঝরাবে ভৌতিক ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ ভূত, অনেকে বিশ্বাস করলেও, আজকের দিনে বিজ্ঞানের যুগে অনেকেই ভূতের অস্তিত্ব মানতে চান না। কথায় বলে, ক্যামেরায় ভূতের কর্মকান্ড নাকি রেকর্ড হয়না। তবে অনেক ক্ষেত্রে এমন সব অদ্ভূত দৃশ্য ক্যামেরায় রেকর্ড হয়ে যায়, পরে নেটদুনিয়ায় সেই ভিডিও ভাইরাল (video viral) হয় ব্যাপকহারে।

সঠিক কোন ব্যাখ্যা না পেলে আমরা ভাবি সেসব বুঝি ‘তেনাদের’ কাজ। আর যদি, তার ব্যাখ্যা পাওয়া যায়, সঙ্গে সঙ্গেই তা হেসে উড়িয়ে দেয় নেটিজনরা।

সম্প্রতি গুজরাটের কাছাকাছি কোন একটি জায়গার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে রীতিমত শোরগোল পড়ে গেছে নেটপাড়ার বাসিন্দাদের মধ্যে। কিভাবে এরকমটা ঘটতে পারে, তা ভেবেই উঠতে পারছেন না অনেকে। তারমধ্যে তো আবার অনেকে, সেখানে ‘তেনাদের’ উপস্থিতই ছিল বলেও মনে করছেন। আগে দেখে নিন ভিডিওটা।

ভিডিওতে দেখা যাচ্ছে, জনমাবনহীন একটি সরু গলিতে দুটো বাইক দাঁড়িয়ে রয়েছে। গভীর রাত তখন। রাস্তায় একটিও লোক নেই। আচমকাই রাস্তায় পার্ক করা একটি বাইক চলতে শুরু করে। একটুখানি চলেই টার্নিংয় পয়েন্টে এসে বাইকটি পড়ে যায়।

মাত্র ৩০ সেকেন্ডের এই ভিডিও শীতের রাতেও মানুষের গায়ের ঘাম ঝরিয়ে দিয়েছে। অম্বের জাইদি নামে এক নেট ইউজার এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘ভ্যাগিস ক্যামেরায় সবটা রেকর্ড হয়েছে। নাহলে কেউ তো এই ঘটনাটা বিশ্বাসই করতেন না’।

নেটদুনিয়ায় এই ভৈতিক ভিডি শেয়ার হয়েই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে ওখানে ঠিক কি ঘটেছিল, তা জানতেও আগ্রহ বেড়েছে নেটনাগরিকদের মনে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর