পুজোয় ব্যবহৃত ধূপের কার্যকারিতা অনেক, বাড়ি থেকে দূর হয় নেগেটিভ শক্তি

বাংলাহান্ট ডেস্কঃ পুজো করার সময় আমরা অনেকেই বাড়িতে ধূপ (Incense) জ্বালিয়ে থাকি। আবার অনেকে সন্ধ্যের সময় ভগবানের সামনে সন্ধ্যে বাতি দেওয়ার সঙ্গে ধূপও জ্বালিয়ে থাকেন। পুজোর সময় ধূপ না জ্বালালে যেন পুজো অসম্পূর্ণ থেকে যায় বলে মনে করা হয়।

Burning incense every day at home is very effective

   

বাজারে নানা সুগন্ধির ধূপ কিনতে পাওয়া যায়। তবে শুধুমাত্র পুজোয় ব্যবহারের জন্য নয়, এই ধূপের কিছু অনেক গুণাগুণ রয়েছে, যা মানুষের পক্ষে খুবই কার্যকারী।

জেনে নিন-

ঘরে ধূপ জ্বালানোর পর সুগন্ধময় হয়ে ওঠে সারা ঘর। যার ফলে কিন্তু ধূপ কিছুটা রুম ফ্রেশনারেরও কাজ করে।

মানসিক চাপ অনেকটা কমে যায় বলে মনে করা হয়, ঘরে ধূপ জ্বালালে। তাই মন যদি ভালো থাকে, শরীর ভালো থাকতে বাধ্য।

ঘরে ধূপ জ্বালালে নেগেটিভ শক্তির মুক্তি ঘটে, ঘটে শুভ শক্তির প্রবেশ হয়।

কোন কাজে মনো সংযোগ করতে ধূপের ভূমিকা কার্যকারী। তাই কোন কাজ শুরু করার আগে একটা ধূপ জ্বলানিয়ে নিয়ে কাজ করে দেখবেন মনঃসংযোগ বৃদ্ধি পাবে।

অনেক সময় প্রার্থনা করতে কিংবা যোগার আগে মনকে সতেজ রাখতে ধূপ জ্বালালে ভালো হয়।

ঘরে ধূপ জ্বালালে সন্তানদের এবং নিজের একাগ্রতা বাড়ে।

দেবতার কাছে কোন কিছু মনের ইচ্ছা জানানোর আগে, কিংবা কোন কিছু চাওয়ার আগে ধূপ জ্বলালে ভালো হয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর