মোহনবাগানের নতুন নামে AFC কাপ খেলার ব্যাপারে সিলমোহর দিল ফেডারেশন।

চলতি বছরে আইলিগ জিতেছে মোহনবাগান, ফলে পরের বছর মোহনবাগানের সামনে এএফসি কাপ খেলার দরজা খুলে গেল। পরের বছর এটিকের সাথে গাঁটছড়া বেঁধে আইএসএল খেলবে মোহনবাগান। এরফলে মোহনবাগান ক্লাবের নতুন নাম হবে। সেই কারণে অনেকের মনে প্রশ্ন জেগেছিল তাহলে কি এএফসি কাপ খেলার ব্যাপারে মোহনবাগানের কোনো অসুবিধা হবে। ফেডারেশনের তরফে বুধবার সাফ জানিয়ে দেওয়া হয়েছে নতুন নামেই এএফসি কাপ খেলতে পারবে মোহনবাগান। সেক্ষেত্রে মোহনবাগানের এএফসি কাপ খেলায় আর কোনো বাঁধা রইল না।

ফেডারেশনের নিয়ম অনুযায়ী আইলিগ চ্যাম্পিয়ন দল এএফসি কাপে খেলার সুযোগ পায়। এবার আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। ফেডারেশনের তরফেও মোহনবাগানের আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার পেপারে সিলমোহর পরে গিয়েছে। সেই সুবাদে মোহনবাগান এবার এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়াতে সিলমোহর পড়লেও করোনা ভাইরাসের কারনে এখনই মোহনবাগানের হাতে ট্রফি উঠছে না।

এআইএফএফ এর তরফে জানানো হয়েছে, করোনা ভাইরসের জন্য দেশজুড়ে পরিস্থিতি খুবই জটিল হয়ে রয়েছে। তাই এই মুহূর্তে মোহনবাগানের হাতে আইলিগ ট্রফি এবং পুরস্কার মূল্যের অর্থ তুলে দেওয়া সম্ভব হবে না। তবে শ্রীঘ্রই জানিয়ে দেওয়া হবে এই ব্যাপারে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর