প্রথম 5G পরিষেবা পেশ করল Airtel, সফল ট্রায়াল হায়দ্রাবাদে

বাংলাহান্ট ডেস্কঃ 5G টেকনোলজির দিকে আরও একধাপ এগিয়ে গেল Airtel। সফল ভাবে প্রদর্শন করে দেখাল 5G সার্ভিস। হায়দ্রাবাদে একটি বাণিজ্যিক নেটওয়ার্কে সফলতা পেল এই 5G পরিষেবা। Airtel-ই প্রথম টেলিকম সংস্থা, যারা মুকেশ আম্বানির Reliance Jio-কে টেক্কা দিয়ে 5G পরিষেবার দিকে বেশ কয়েকধাপ এগিয়ে গেল।

5G পরিষেবা দেওয়ার দৌড়ে যখন Jio, Vi,  Airtel অংশ নিয়েছিল, তার মধ্যে বাণিজ্যিক ভিত্তিতে টেস্টিংয়েই 5G পরিষেবার সফলতা পেল Airtel। এবিষয়ে Airtel-এর MD এবং CEO গোপাল ভিত্তল জানিয়েছেন, ‘ভারতকে এগিয়ে নিয়ে যেতে 5G নেটওয়ার্কের সফল প্রদর্শক হিসাবে প্রমাণ দিল Airtel। আমাদের সব ইঞ্জিনিয়ারদের কারণে আজ আমি জন্য সত্যিই খুবই গর্বিত’।

airtel 5g

ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘Airtel-র সকল ইঞ্জিনিয়ারদের নিরলস পরিশ্রমের কারণেই আজকের দিনে সবথেকে আগে টেক সিটি হায়দরাবাদে প্রযুক্তির অবিশ্বাস্য ক্ষমতার প্রদর্শন করতে পারল। হায়দরাবাদ শহরেই আমাদের সমস্ত বিনিয়োগের টেস্টিং করা হয় এবং তা সফলও হয়’।

তিনি আরও বলেন, ‘এই 5G পরিষেবার মাধ্যমে গোটা বিশ্বে ভারত নিজের কতৃত্ব ফলাতে পারবে বলে আমার বিশ্বাস। আর ভারতকে সেই উচ্চতায় পৌঁছে দিতে, ভারতকে সাহায্য করতে আমাদের অ্যাপ্লিকেশন, ডিভাইস এবং নেটওয়ার্কের নতুনত্বের প্রয়োজনে একজোট হয়ে কাজ করতে আমরা তৈরি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর