দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেষ্টই হল বড় পরীক্ষা: বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

বিসিসিআই সভাপতি হওয়ার পরে সৌরভ গাঙ্গুলি ভারতের মাটিতে দিনরাত্রি টেস্ট করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। সৌরভ গাঙ্গুলীর প্রচেষ্টার ফলেই ভারতের মাটিতে প্রথম দিনরাত্রি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আগামী 22 শে নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। রবিবার থেকে শুরু হল ইডেনের দিনরাত্রি টেস্ট ম্যাচের টিকিট বন্টন। আর এই ম্যাচের প্রথম টিকিট বন্টন শুরু করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহারাজ সৌরভ গাঙ্গুলী। এইদিন সৌরভ গাঙ্গুলী 12 জন খুদে ক্রিকেট ভক্তের হাতে দিনরাতের টেষ্ট ম্যাচের টিকিট তুলে দেন সিএবি-র অফিসে।

একই সাথে অনলাইনে সমস্ত টিকিটের অরিজিনাল কপি দেওয়া শুরু হয়েছে রবিবার থেকে। প্রত্যেক টিকিটে রয়েছে গোলাপি আভা, অর্থাৎ এই ম্যাচকে স্বরণীয় করে তোলার জন্যই টিকিটের মধ্যে গোলাপি আভা রাখার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এইদিন প্রথমে বাচ্চাদের হাতে টিকিট তুলে দেন তারপর সৌরভ গাঙ্গুলী সরাসরি চলে যান ইডেনের পিচ দেখার জন্য। তিনি ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবং ভারতীয় ক্রিকেটের জাতীয় পিচ কিউরেটর আশিষ ভৌমিক কে নিয়ে ইডেনে পিচ পরিদর্শনে যান।

এইদিন দাদা ইডেনে পিচের সামনে বসে অনেকক্ষণ ধরে পিচ দেখেন এবং পিচ হাত দিয়ে নাড়াচাড়া করে সৌরভ গাঙ্গুলী বলেন যে যেমনটা আশা করেছিলাম ঠিক সেই ভাবেই এগাচ্ছে কাজকর্ম। জীবনে অনেক কাজ করেছি প্রতিটাতেই নিজের সেরাটা দিয়েছি এক্ষেত্রে ব্যতিক্রম হবে না।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে দিনরাত্রি টেস্ট ম্যাচ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেলেও এখনো পর্যন্ত উপমহাদেশে গোলাপি বলের টেস্ট ম্যাচ হয়নি। এই ব্যাপারে সৌরভ গাঙ্গুলি বলেন যে সারা বিশ্বের সবথেকে বেশি ক্রিকেট উন্মাদনা ভারতবর্ষে কিন্তু এখনো পর্যন্ত ভারতেই দিনরাত্রি টেষ্ট হয়নি। তাই টেস্ট ক্রিকেটকে উজ্জীবিত করতে এই সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ প্রথম দিনরাত্রি টেস্ট ম্যাচ সেটাকে ভালোভাবে উপস্থাপন করায় এখন বড় চ্যালেঞ্জ বিসিসিআই এর কাছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর