মাত্র ৪০ এই চলে গেলেন প্রাপ্তন মোহনবাগান অধিনায়ক, শোকের ছায়া ময়দানে।

বাংলাহান্ট ডেস্কঃ মাত্র 40 বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন মোহনবাগানের প্রাপ্তন অধিনায়ক লইশরাম মণিতোম্বি সিং। লইশরাম মণিতোম্বি সিং মনিপুরের সর্ব কালের অন্যতম সেরা ফুটবলার ছিলেন। মণিতোম্বি সিং জন্মেছিলেন ইম্ফলের আচানবেগেইতে। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি অবশেষে মাত্র 40 বছর বয়সেই চলে গেলেন মণিতোম্বি সিং।

লইশরাম মণিতোম্বি সিং নিজের কেরিয়ার শুরু করেছিলেন আর্মি বয়েজের হয়ে। তারপর দুই মরশুম খেলেছিলেন সার্ভিসেসের হয়ে। মনিপুরের এই তারকা খেলেছিলেন এয়ার ইন্ডিয়া, সালগাওঁকর এবং ভারতের জাতীয় ক্লাব মোহনবাগানের হয়েও।

2003 থেকে 2005 পর্যন্ত মণিতোম্বি মোহনবাগান দলে মূলত রাইট ব্যাক হিসাবে খেলেছিলেন। এছাড়া মাঝ মাঠেও তিনি বেশ স্বাবলম্বী ছিলেন। মণিতোম্বির অধিনাকত্বে মোহনবাগান 2004 সালে এয়ারলাইন্স গোল্ড কাপ জেতে। এছাড়া ভারতীয় জাতীয় দলের হয়েও দীর্ঘদিন খেলেছেন মণিতোম্বি। ফুটবল ছাড়ার পর কোচিং এর সঙ্গেও যুক্ত ছিলেন। মণিতোম্বি মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ময়দানে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর