আজকেই ঘোষিত হতে পারে IPL-এর পূর্ণাঙ্গ সূচি, জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

বাংলা হান্ট ডেস্কঃ আগামী 19 শে সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এবারের আইপিএল। হাতে আর একদম সময় নেই। কিন্তু এখনো পর্যন্ত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়নি। কবে আইপিএলে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে? এই নিয়ে জল্পনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। আর এরই মধ্যে আশার আলো শোনালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

   

সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবি, দুবাই এবং শারজা এই তিনটি শহরের অনুষ্ঠিত হবে এবারের আইপিএল। এই তিনটি শহরের মধ্যে আবুধাবির করোনা প্রোটোকল খুব কড়াকড়ি। তুলনামূলক ভাবে নিয়মকানুন একটু শিথিল দুবাই ও শারজাতে। দুবাই কিংবা শারজা থেকে যতবার ক্রিকেটাররা আবুধাবিতে প্রবেশ করবেন ততবারই তাদের করোনা পরীক্ষা করাতে হবে। এবার আবুধাবিতে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ সেই সমস্ত কথা বিবেচনা করে এবারের সূচি প্রকাশ করতে হবে বিসিসিআইকে। কয়েকদিন আগেই এই প্রসঙ্গে আইপিএলএর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছিলেন আগস্ট মাসের শেষেই প্রকাশিত হবে আইপিএল এর পূর্ণাঙ্গ সূচি। কিন্তু তা হয়নি, আগস্ট মাস শেষ হয়ে গেলেও আইপিএলের পূর্ণাঙ্গ সূচি এখনো পর্যন্ত প্রকাশ করেনি বিসিসিআই।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, কয়েকটি সমস্যা তৈরি হয়েছিল তবে এখন সব সমস্যা মিটে গিয়েছে আর কোন সমস্যা নেই আইপিএলের সূচি নিয়ে। আর তাই আজকেই ঘোষিত হতে পারে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর