সুখবরঃ করোনা ভাইরাসের বিরুদ্ধে ভালো কাজ করছে BCG ভ্যাকসিন, কমছে সংক্রমণ

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মধ্যে বিসিজি ভ্যাকসিন (BCG vaccine) দেখাল এক নতুন আলোর দিশা। করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রস্তুতের জন্য সমগ্র বিশ্ব জুড়ে চলছে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা। দ্রুত সঠিক ভ্যাকসিন আবিস্কারের ল্লক্ষ্যে রয়েছে গোটা বিশ্ব।

বিসিজি ভ্যাকসিন
ব্রিটেন, আমেরিকা, চীন, রাশিয়া এবং সর্বোপরি ভারতেও চলছে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা। তবে এরই মধ্যে জানা গেছে, টিবি রোগের প্রতিষেধক বিসিজি ভ্যাকসিন এই রোগের বিরুদ্ধে সর্বাধিক কার্যকর হচ্ছে। আক্রান্ত ব্যক্তির দেহে প্রথম ৩০ দিনের মধ্যেই এই ভ্যাকসিন করোনার সংক্রমণের বৃদ্ধি কমিয়ে দিতে পারে।

এই ভ্যাকসিন প্রয়োগে মৃতের সংখ্যা অনেক কম
আমেরিকান অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স জানিয়েছে, যে দেশগুলিতে বিসিজি টিকা বাধ্যতামূলক, সেইসব দেশে করোনার ভাইরাসের সংক্রমণের প্রথম ৩০ দিন কম সংক্রমণ ঘটেছে এবং সর্বোপরি মৃত্যুর হারও অনেক কম। এই পরিস্থিতিতে গবেষকরা অনুমান করছেন, কয়েক দশক আগে মার্কিন যুক্তরাষ্ট্রে এই টিকা দেওয়া বাধ্যতামূলক করলে, আজকে এমন দিনটা দেখতে হত না।

বিশেষজ্ঞদের মত
১৩৪ টি দেশের উপর রিসার্চ করে গবেষকরা দেখেছে, ২৯ শে মার্চের মধ্যেই ২৪০০ জনেওর বেশি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ভাইরাসের দ্বারা মারা গিয়েছিলেন। তবে সঠিক সময়ে যদি বিসিজি ভ্যাকসিন দেওয়া হত, তাহলে ওই পরিমাণ ৫০০এর থেকেও অনেক নীচে থাকত।

অনুসন্ধান করে দেখা গেছে, ভারত এবং চীনে বিসিজি ভ্যাকসিন প্রচুর পরিমাণে দেওয়া হয়। সেই কারণেই এই জায়গায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও, মৃতে সংখ্যা অনেক কম। বাচ্চাদের জন্মের ১৫ দিনের মধ্যেই এই টিকা দেওয়া হয়। ভারতে মহারাষ্ট্র সরকার বিসিজি ভ্যাকসিনের নতুন করে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর