IPL-এর সূচি চূড়ান্ত করতে শনিবার বিশেষ বৈঠকে বসতে চলেছে গভর্নিং কাউন্সিল।

আগামী শনিবার আইপিএলের সূচি এবং অন্যান্য বিষয় নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। দেশের ক্রিকেট মহল সূত্রে জানা গিয়েছে সেই দিনই চূড়ান্ত হয়ে যেতে পারে আইপিএলের ক্রীড়াসূচি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই আইপিএল নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো দিনক্ষণ ঘোষণা করে নি। তবে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আগেই জানিয়ে দিয়েছেন যে এই বছর আইপিএল শুরু হতে চলেছে আগামী 19 শে সেপ্টেম্বরে থেকে এবং সেটি শেষ হবে 8 ই নভেম্বর।

1 ই আগস্ট সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, সচিব জয় শাহ, বিসিসিআই কোষাধ্যক্ষ অরুন ধুমল। সেই বৈঠকে আইপিএলের ক্রীড়াসূচী ছাড়াও ঠিক করা হবে ভেন্যু, দলগুলিকে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা, দলগুলির কোথায় ট্রেনিংয়ের ব্যবস্থা হবে ইত্যাদি নানান বিষয় নিয়ে। ইতিমধ্যে আরব আমিরশাহির ক্রিকেট বোর্ড জানিয়েছে যে বিসিসিআই এর তরফে তারা আইপিএল আয়োজনের প্রস্তাব পেয়েছে এবং তারা মুখিয়ে রয়েছে এই মেগা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। যদিও ভারত সরকার এখনও পর্যন্ত এই ব্যাপারে সবুজ সঙ্কেত দেয় নি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর