চীন ও ইতালির বন্ধুত্বের মধ্যে বড় ভাঙ্গন, চীনের কাছে ক্ষতিপূরণের দাবি ইতালির

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (COVID-19) বিষয়ে এবার চীনের (Chaina) বিরুদ্ধে কথা বলছে তাঁদের কাছের বন্ধু দেশ ইতালি (Italy)। ২ মাস আগেই তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। কিন্তু এখন করোনা ভাইরাসের কারণে সেই বন্ধুত্বে ভাঙ্গন ধরেছে। ইতালি দাবী করছে তাঁদের আজকের পরিণতির জন্য চীন দায়ি। কারণ চীন বিভিন্ন সময় বিভিন্ন বিষয় গোপন রেখেছে। আর এখন করোনা ভাইরাসের বিষয়ে সকলের থেকে গোপন রেখে আরও বড়ো ভুল করেছে তাঁরা। এখন ইতালির তাবড় তাবড় রাজনৈতিকবিদরা এখন চীনের বিরুদ্ধে ওয়ার্ল্ড ড্যামেজের (World Damage) দাবী করেছে।

jing ping 2222

বর্তমানে ইতালির সাথে চীনের বেশকিছু ব্যবসায়িক বিষয় যুক্ত রয়েছে। তবে চীন যদি এই ওয়ার্ল্ড ড্যামেজ না দিতে চায়, তাহলে চীনের বড় ক্ষতি হতে পারে। ওয়ার্ল্ড ড্যামেজ হল- যুদ্ধে যে দেশের বেশি ক্ষতি হয়, সেই দেশ হামলাকারী দেশের থেকে তাঁর দেশের সেই ক্ষতির ক্ষতি পূরণ দাবী করে। চীনের করোনা ভাইরাসের ফলে ইতালিতে ১০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন এবং এই ঘটনা একটা যুদ্ধেরই সমান। তাই এখন চীন তাঁদের থেকে এই ক্ষতি পূরণের দাবী করছে।

ইতালির মানুষ বর্তমানে চীনের উপর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছে। তাঁদের দাবী তাঁদের এই ক্ষতি কোন যুদ্ধের পরিস্থিতির থেকে কম কিছু নয়। চীন এই ভাইরাসের বিষয়ে লুকিয়ে রেখে সমগ্র বিশ্বের ক্ষতি করেছে। তাই তাঁদের এই ক্ষতিপূরণ তাঁরা দিতে বাধ্য। চীনকে ইতালি তাঁদের মৃত মানুষদের পরিবারের লোকজনদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে।

1800x1200 coronavirus 1 1

ইতালির আইন খুবই কড়া। চীন যদি ইতালিকে তাঁদের ক্ষতিপূরণ না দেয়, তাহলে ইতালিতে আটকে থাকা চীনের প্রোজেক্ট বাতিল করে দিতে পারে ইতালি। আবার চীন যদি ইতালির দাবী মেনে নেয়, তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে যে করোনা ভাইরাস চীনের গাফিলতিতেই সমগ্র বিশ্বে ছড়িয়েছে। বর্তমানে চীন এখন সমস্যার মধ্যে পড়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর