ভারতের মানুষের হৃদয় অনেক ভালো, ওরা যুদ্ধ নয় পাকিস্তানের সাথে কাজ করতে চাই: পাক পেসার আখতার।

কয়েক দিন আগেই প্রাপ্তন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি বলে দিয়েছিলেন কেমন ভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে পারে সেটা নিয়ে। এবার ফের ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠার ব্যাপারে কথা বললেন শোয়েব আখতার। আখতারের মতে ভারতীয়রা কখনোই যুদ্ধ চাই না, বরং তারা চাই পাকিস্তানের সাথে একজোট হয়ে কাজ করতে।

এইদিন আখতার জানিয়েছেন, ভারত খুবই ভালো দেশ, সেখানকার মানুষজন খুব ভালো। আমার কখনোই মনে হয় নি যে পাকিস্তানের সাথে যুদ্ধ করার কোনো মানসিকতা রয়েছে ভারতের। বরং তারা বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে চান।

untitled 31

তবে আখতার বলেছেন, টেলিভিশন চ্যানেল দেখে কখনই বিচার করা উচিৎ নয় দুই দেশের সম্পর্ক। কারন টেলিভিশনে দেখলেই মনে হয় এখুনি যুদ্ধ বেঁধে যাবে দুই দেশের মধ্যে। এছাড়াও আখতার বলেন আমি ভারতে অনেকবার ট্যুর করেছি, দেশটাকে অনেক কাছ থেকে দেখেছি। আমি জানি ওখানকার মানুষজনের হৃদয় অনেক ভালো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর