ইনস্টাগ্রামে স্ত্রীয়ের দ্বিতীয় বিয়ের খবর পেলেন স্বামী! ফোনে যুবতী জানালেন “নতুন বর সরকারি চাকরি করেন”

বাংলা হান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজধানী লখনউ (Lucknow) থেকে এবার প্রেম, বিয়ে এবং প্রতারণা সম্পর্কিত এক নজিরবিহীন ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, সেখানে এক নববধূ গয়না ও নগদ টাকা নিয়ে উধাও হয়ে যান। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবতীর স্বামী গোসাইগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বলে খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি, ওই যুবক জানিয়েছেন, অভিযুক্ত যুবতী প্রথমে তাঁকে প্রেমের ফাঁদে ফেলেন এবং বিয়েও করেন। কিন্তু, কয়েকদিন পরই ওই নববধূ গয়না ও নগদ টাকা নিয়ে তাঁর বাপের বাড়িতে চলে যান।

এমতাবস্থায়, গোসাইগঞ্জ থানার অন্তর্গত কাশিমপুরের বাসিন্দা অমিত যাদব ওই যুবতী ও তাঁর দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন। পাশাপাশি, ওই যুবক জানিয়েছেন যে, ইনস্টাগ্রাম থেকে তিনি জানতে পেরেছিলেন তাঁর স্ত্রী ফের বিয়ে করেছেন। এই প্রসঙ্গে এসএইচও বিনয় কুমার সিং জানিয়েছেন, অমিত যাদব রাজস্থানের কোটায় ইঞ্জিনিয়ারিং পড়তেন। সেখানেই তাঁর পরিচয় হয় নিশা নামের এক যুবতীর সঙ্গে। যিনি হরিয়াণার বাসিন্দা ছিলেন। প্রথমে দু’জনের মধ্যে বন্ধুত্ব হয় এবং সেখান থেকেই তাঁদের সম্পর্কে ঘনিষ্ঠতা আসে।

শুধু তাই নয়, একটা সময়ে ওই যুবতী ক্রমাগত বিয়ের জন্য চাপ দিতে থাকেন। সেই সময়ে অমিত তাঁকে বিয়ে করতে অস্বীকার করলে নিশা কোটার একটি থানায় অভিযোগ দায়ের করেন বলেও জানা যায়। যদিও, এরপর আর্য সমাজ মন্দিরে বিয়ে করেন তাঁরা। পাশাপাশি, লখনউতে বিয়ের রেজিস্ট্রি করা হয়।

জানা গিয়েছে, ওই যুবতী বিয়ের সময় তাঁর শ্বশুরবাড়ির কাছ থেকে অলঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা পেয়েছিলেন। এদিকে কিছু দিন পর, নিশা একটি অজুহাতে হরিয়াণায় তাঁর বাপের বাড়িতে চলে যান এবং ফের শ্বশুরবাড়িতে ফিরে আসতে অস্বীকার করেন। এমতাবস্থায়, নববধূকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। এদিকে, সেই আবহে অমিত যাদব ইনস্টাগ্রাম খুলে জানতে পারেন যে তাঁর স্ত্রী গৌতম আহির নামে এক যুবককে বিয়ে করেছেন।

MARRIAGE 4

এই ঘটনায় স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান অমিত। পাশাপাশি, ওই ছবি দেখার সঙ্গে সঙ্গেই অমিত তাঁর স্ত্রীকে ফোন করলে নিশা জানান যে, তাঁর দ্বিতীয় স্বামী একটি সরকারি চাকরি করেন। পাশাপাশি, তিনি যথেষ্ট স্মার্ট। তাই, নিশা এখন তাঁর সাথেই থাকবেন। পাশাপাশি, ডিভোর্স চাইলে তাঁকে ৫ লক্ষ টাকা দিতে হবে বলেও জানান ওই যুবতী। আর এরপরই লখনউয়ের গোসাইগঞ্জ থানায় স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন অমিত। এমতাবস্থায়, পুলিশ নিশা এবং তাঁর দ্বিতীয় স্বামী গৌতম আহিরের বিরুদ্ধে আইপিসির 494, 504 এবং 506 ধারায় মামলা দায়ের করেছে বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর