রাজ্যের অচলাবস্থার জন্য পিছিয়ে গেল রবিবারের আইলিগ ডার্বি।

রবিবার যে আই লিগ ডার্বি অনুষ্ঠিত হবার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, নাটকীয়ভাবে সেই আই লিগ ডার্বি স্থগিত হয়ে গেল। এবার সেটা আর পিছিয়ে করে দেওয়া হল জানুয়ারি মাসে। অর্থাৎ এবার এই বড় ম্যাচ অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে। কিন্তু কবে হবে আইলিগ ডার্বি সেই ব্যাপারে এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে। ইতিমধ্যেই এই ম্যাচের সমস্ত আয়োজন শুরু হয়ে গিয়েছিল ফুটবল ক্লাব এবং দর্শকদের মধ্যে। অনলাইনে টিকিট বিক্রি শুরু করে দিয়েছিল মোহনবাগান। পুরো কলকাতা শহর যেন কাবু হয়েছিল আইলিগ জ্বরে এমন পরিস্থিতিতে বুধবার বিধাননগর পুলিশ কমিশনার জানিয়ে দিয়েছেন রাজ্যের বর্তমান অচলাবস্থার কারণে আইলিগ ডার্বি করাতে পারবেন না তারা। অর্থাৎ আই লিগ ডার্বির জন্য যে পরিমাণ সিকিউরিটি দেওয়ার প্রয়োজন সেই পরিমাণ সিকিউরিটি এই মুহূর্তে তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলেই জানানো হয়েছে বিধান নগর পুলিশ কমিশনার তরফে।

বুধবার সকালে বিধান নগর পুলিশ কমিশনারের কাছে গিয়ে বৈঠক করেন মোহনবাগান কর্তারা দীর্ঘক্ষণ তাদের সাথে কথা বলেন কিন্তু ম্যাচ করার ব্যাপারে আশা দিতে পারেননি বিধাননগর থানার পুলিশ বরং তারা মোহনবাগানের উপর শর্ত চাপিয়ে দিয়েছিল। বিধাননগর পুলিশের এটাই শর্ত ছিল যে এত বিশাল পরিমান দর্শক নিয়ে করানো যাবে না এই বড় ম্যাচ অর্থাৎ দর্শক সংখ্যা কমানোর কথা বলা হয়েছিল বিধান নগর পুলিশ কমিশনারের তরফে। কিন্তু মোহনবাগান কর্তারা কখনোই চান নি কলকাতার ফুটবল প্রেমি সমর্থকদের বড় ম্যাচ দেখা থেকে বঞ্চিত করতে। আর তাই দর্শক সংখ্যা কমানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি মোহনবাগান কর্তারা। সেই কারণেই এই ম্যাচ করানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বিধানগর পুলিশ। ইতিমধ্যেই এই ব্যাপারে চিঠি দিয়ে ফেডারেশরের কাছে ম্যাচ পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে মোহনবাগান।

18942623727270af563748cf495363be16f6f679e

মোহনবাগানে তরফে জানানো হয়েছে যে জানুয়ারি মাসের ঠিক কবে এই ম্যাচ আয়োজন হবে সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। এছাড়া মোহনবাগানের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয়েছে যে যারা যারা 22 তারিখে ম্যাচ দেখার জন্য ইতিমধ্যে টিকিট কেটে নিয়েছিলেন তারা সেই টিকিট দিয়েই পরবর্তী তারিখে ম্যাচ দেখতে পারবেন। এছাড়াও দর্শকরা চাইলে সেই টাকা ফেরত নিতেও পারেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর