ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করল আইসিসি।

ফের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আইসিসি শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করল। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দুলাস আহালাপেরুমা নিজের মুখে এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে এই তিন ক্রিকেটার বর্তমান শ্রীলংকা দলের কোনো ক্রিকেটার নাকি প্রাক্তন কোন ক্রিকেটার? এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে শ্রীলঙ্কা সরকার।

তবে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের তারফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, “আইসিসির দুর্নীতি দমন শাখা যে তিনজন শ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত করছে তারা কেউই বর্তমান শ্রীলঙ্কা দলের ক্রিকেটার নন। তারা প্রত্যেকেই শ্রীলংকার প্রাপ্তন ক্রিকেটার বলে মনে হয়। এমনটাই জানানো হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে।

561160158b301ef6b0212e1239a434ab18274e9abbd348882a41a669b7bafc1615e510de

নিষিদ্ধ ড্রাগ রাখার অপরাধে গত সপ্তাহেই পুলিশ গ্রেফতার করে শ্রীলঙ্কান পেশার সেহান মধুশঙ্কাকে। তারপরে মধুশঙ্কার সাথে চুক্তি বাতিল করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এবার আইসিসির তরফে শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের ওপর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে কিছুটা হলেও চাপে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর