এক্সিকিউটিভ বৈঠকে টি-২০ বিশ্বকাপ নিয়ে বড় ঘোষণা করল আইসিসি।

এই মুহূর্তে করোনার তান্ডবে পুরো বিশ্ব নাজেহাল। করোনা ভাইরাসের কারনে পুরো বিশ্ব লকডাউন অবস্থায় দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে স্থগিত হয়ে গিয়েছে কোপা আমেরিকা, ইউরো কাপ, অলিম্পিকের মত বড় বড় টুর্নামেন্ট গুলি। এই পরিস্থিতিতে অনিশ্চিয়তা দানা বেঁধেছে অক্টোবর নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টিটোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যদিও আইসিসির বিশেষ বৈঠকের শেষে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে আমরা নির্ধারিত সময়সূচি মেনেই বিশ্বকাপ আয়োজন করার চেষ্টা করব।

বৃহস্পতিবার আইসিসির এক্সিকিউটিভ কমিটির বিশেষ বৈঠক হয়ে গেল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে। সেই বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, সেই বৈঠকে ঠিক হয় যে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে তাহলে নির্ধারিত সময়সূচি মেনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে। আসলে আইসিসি চাইছে না এখনি তাড়াহুড়ো করে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে।

করোনা ভাইরাস সংক্রমণ রুখতে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত অস্ট্রেলিয়া সরকার তাদের দেশে অন্যান্য দেশের মানুষজনের প্রবেশ নিষিদ্ধ করেছেন। এমন অবস্থায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে আইসিসির তরফে সরাসরি জানিয়ে দেওয়া হল যে পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে নির্ধারিত সময়সূচি মেনেই আমরা বিশ্বকাপ আয়োজন করার চেষ্টা করবো। তাই বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে যাতে কোনরকম ক্ষামতি না থাকে। নির্ধারিত সময়ে অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এটা মাথায় রেখেই যাতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সমস্ত প্রস্তুতি সেরে রাখে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর