পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার নিতে চলেছে এক বড় পদক্ষেপ, সংকটে পাক সরকার

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানী গোয়েন্দাদের (Pakistani intelligence) বিরুদ্ধে ভারত (Inida) সরকার নিল কড়া পদক্ষেপ। গৃহীত হল নতুন সিদ্ধান্ত। ইমরান খানের (Imran Khan) কপালে পড়ল চিন্তার ভাঁজ। সম্প্রতি ভারতে কয়েকজন উচ্চপদস্থ পাক কর্মী গোয়েন্দাগিরি করতে গিয়ে সরকারের হাতে ধরা পড়েছিল। এই কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এবার এই বিষয়ে ভারত সরকার নিতে চলেছে কড়া পদক্ষেপ।

   

ভারতের গৃহীত সিদ্ধান্ত
সব দিক বিবেচনা করে ভারত সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, দিল্লীতে অবস্থিত পাকিস্তানী উচ্চপদস্থ কর্মীদের সংখ্যা ৫০ শতাংশ কম করা হবে। তেমনই অপরদিকে ইসলামাবাদে অবস্থিত ভারতের উদ্দপদস্থ আধিকারিকদের সংখ্যাও ৫০ শতাংশ কম করা হবে। বিদেশ মন্ত্রালয়ের প্রবক্তা অনুরাগ শ্রীবাস্তব সম্প্রতি এই সিদ্ধান্ত সকলের সামনে পেশ করেছেন।

পাকিস্তানের গুপ্তচর হিসাবে কাজ করছে পাক আধিকারিকরা
এই সিদ্ধান্ত পেশ করার পাশাপাশি তিনি আরও জানান, পাকিস্তানের উচ্চপদস্থ কর্মচারীদের গতি বিধি সম্পর্কে বহুবার ভারত তাঁদের সতর্ক করেছে। কিন্তু তারা লাগাতার আতঙ্কবাদীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। এবং এই সঙ্গে পাকিস্তানের গুপ্তচর হিসাবেই কাজ করে চলেছেন।

ধরা পড়ে ভারত সরকারের হাতে
বহুবার তাঁদের সতর্ক করার পরও তারা কিছুতেই তাঁদের স্বভাব বদলাতে পারেনি। গত ৩১ শে মে তাঁদের কুকর্মের জন্য তারা হাতে নাহাতে ধরা পড়ে ভারতের কাছে। যার ফলে সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। সরকারের নির্দেশ অনুসারে, ভারতের থেকে পাক উচ্চপদস্থ কর্মীদের সংখ্যা ১১০ থেকে কমিয়ে ৫৫ করা হবে বলে জানানো হয়েছে।

ইসলামাবাদেও চলছে ভারতীয়দের উপর অত্যাচার
একদিকে যেমন ভারতে অবস্থিত পাক উচ্চপদস্থ কর্মীরা পাকিস্তানের হয়ে গোয়েন্দাগিরি করার খবর প্রকাশিত হয়েছে, তেমনই অন্যদিকে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় উচ্চপদস্থ কর্মীদের সাথে দুর্ব্যবহারের বিষয়ও সামনে এসেছে। পাক সরকার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় আধিকারিকদের তাঁদের রাজনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকতে এবং কথা না শুনলে তাঁদের অপহরণ করার বিষয় প্রকাশ্যে এসেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর